একসময় নিউমার্কেট আসতে চাইতো না রিকশাওয়ালা মামারা

৪০৯ পঠিত ... ১৭:৫২, মে ১৮, ২০২৩

New-market

ঢাকায় প্রথম বৃহদাকারে বাণিজ্য বিপণি হিসেবে তৈরি হয় নিউমার্কেট ও আজিমপুর কলোনি। নিউমার্কেট নির্মাণের পর ঢাকার অধিবাসীদের খুব কম সংখ্যকই এখানে জিনিসপত্র কিনতে আসতেন। রিকশাওয়ালারা ফেরার পথে খরিদ্দার পেত না বলে এখানে সহজে আসতেও চাইত না।

নিউমার্কেট জনপ্রিয় হয়ে ওঠে আরও কয়েক বছর পরে। নিউমার্কেটে ঢোকার রাস্তার পূর্ব ও পশ্চিম দিকের দু’ধারের রাস্তাতেই লাগানো হয়েছিল গাছ।

নিউমার্কেট প্রতিষ্ঠার অনেক পরে বলাকা সিনেমা হল তৈরি হয়। বলাকার পাশ দিয়ে ছিল কাঁচা রাস্তা। বর্তমানে এলিফ্যান্ট রোড নামে পরিচিত রাস্তার একটি অংশ পরিচিত ছিল হাতিরপুল নামে। এই অংশে বেশ উঁচু একটা সাঁকো দিয়ে পরীবাগ অঞ্চলে যাওয়া যেত।

নিউমার্কেটের পার্শ্ববর্তী অঞ্চলের পরিবর্তন শুরু হয় ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর। ঢাকা কলেজ তখন ছিল পুরনো ফুলবাড়িয়া স্টেশনের পশ্চিম দিকে দোতলা ভাড়াটে বাড়িতে।

বর্ষার সময় এই অঞ্চল হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকত বলে সরকার এখান থেকে কলেজ সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত

৪০৯ পঠিত ... ১৭:৫২, মে ১৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top