এভাবেও ফিরে আসা যায়

১১১৫ পঠিত ... ১৭:৩৮, মার্চ ১৬, ২০২৩

Evabeo-fire-asha-jay

আমাদের যাদের জন্ম নব্বইয়ের দশকে তাদের অনেকেরই ছোটবেলার স্মৃতিতে গেঁথে থাকা এক সিনেমার নাম The Mummy এবং The Mummy returns। মরুভূমির বুকে নানান অপশক্তির সাথে লড়াই করে টিকে থাকা এক নায়ককে দেখেছিলাম আমরা সেখানে। সে সময়টার তার নাম না জানলেও, পরে অনেকটা বড় হওয়ার পর জানতে পেরেছিলাম সুদর্শন সেই নায়কের নাম ব্রেন্ডন ফ্রেজার। কিন্তু বড় হওয়ার পর অনেকদিন তার দেখা পাচ্ছিলাম না। ঘটনা কী? বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এমন দুটি সিনেমা করার পর কোথায় হারিয়ে গেলেন আমাদের ছোটবেলার সেই সুপারহিরো? আসল ঘটনা হচ্ছে মরুভূমির বুকে অপশক্তিদের সাথে লড়াই করা মানুষটা বাস্তব জীবনে হেরে গিয়েছিলেন তাদের সাথে।

ঘটনার সূত্রপাত ২০০৩ সালে, প্রভাবশালী মার্কিন ফিল্ম সাংবাদিক ফিলিপ বার্কের দ্বারা যৌন হেনস্তার শিকার হন ফ্রেজার। ঘটনাটি ভালোভাবে নেননি ফ্রেজার, যার ফলশ্রুতিতে ফিলিপ বার্কের সাথে সম্পর্কের অবনতি ঘটে তার। হলিউডে সে সময় ব্যাপক প্রভাব থাকায় নিজের ক্ষমতা খাটিয়ে ফ্রেজারকে মোটামুটি একঘরে করে দিয়েছিলেন ফিলিপ বার্ক। ধীরে ধীরে কমতে শুরু করে ফ্রেজারের হাতে থাকা ফিল্মের কাজ। এসবের মাঝে হারান মাকে এবং ডিভোর্সও হয়ে যায়। সবমিলিয়ে কয়েকবছরের মধ্যেই মেইনস্ট্রিম এই ফিল্মস্টার রীতিমতো হারিয়ে যান হলিউড থেকে। এমন না যে একদমই কাজ করেননি, কিন্তু নিজেকে আর খুঁজে পাচ্ছিলেন না। ছোট ছোট কয়েকটি চরিত্রে কাজও করেছেন, কিন্তু পুরনো ফ্রেজারকে খুঁজে পাচ্ছিলেন না দর্শকও। স্বাস্থ্যেরও ঘটতে শুরু করে ব্যাপক অবনতি।

অবশেষে তিনি ফিরলেন তবে ফিরলেন, তবে অন্যভাবে। ছোটবেলায় দেখা পেটানো শরীরের সেই ব্রেন্ডন ফ্রেজার রূপে নয় ফিরে এলেন ৬০০ পাউন্ড ওজনের এক বিরাট শরীরের আকার নিয়ে। অভিনয় করে কাঁদলেন এবং দর্শককে কাঁদালেন। আপনার যারা Whale সিনেমাটি দেখেননি তারা বুঝবেন না নিজের ফিরে আসাটা রাজকীয় করে রাখতে কী দারুণ অভিনয় সেখানে করেছেন ফ্রেজার এবং যার ফলও পেয়েছেন এবারের অস্কারে। সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর নিজের সব রাগ, ক্ষোভ দুঃখ একদম ঢেলে দিলেন অ্যাওয়ার্ড রিসিভিং স্পিচে। যদিও এর আগে ফিলিপ বার্কের কুকীর্তির কথা ২০১৮ সালে টিভি শোতে ফাঁস করেছিলেন তিনি, তবে নিজের কাজ দিয়ে এভাবে ফিরে এসে দাঁতভাঙা জবাবের অপেক্ষাতেই হয়তো ছিলেন এতদিন। এলেন, দেখলেন আর জয় করলেন। ফ্রেজারের এমন দারুণভাবে ফিরে আসা দেখে মনে হয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানের লাইন ‘এভাবেও ফিরে আসা যায়’হয়তো তার জন্যেই লেখা হয়েছিলো।

১১১৫ পঠিত ... ১৭:৩৮, মার্চ ১৬, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top