জন্ম থেকে জ্বলছি, এনা বাসের কমেন্টবক্স থেকে বলছি...

১৯১৫০ পঠিত ... ১৭:৫৪, জানুয়ারি ২৬, ২০২৩

Ena-bus-er-comment-box

কিছুদিন আগে বাংলাদেশের বেসরকারি পরিবহন এনা ট্রান্সপোর্ট ফেসবুকে একটি পোস্ট দেয়। সেখানে তারা জানায় যে, জিপিএস ট্রেকারের মাধ্যমে তাদের গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। কোন গাড়ি বেশি গতিতে চললেই তৎক্ষণাৎ হেডঅফিস থেকে বাসের সুপার ভাইজারের সাথে যোগাযোগ করে বাসের গতি কমাতে বাধ্য করা হয়।

তাদের এই পোস্তের কমেন্টবক্সে হাজার হাজার কমেন্ট পড়ে। কমেন্টে এনা ট্রান্সপোর্টের ফ্যান ও যাত্রিরা তাদের এনা বাসে চড়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তেমনই কিছু কমেন্ট তুলে ধরা হলো eআরকির পাঠকদের জন্য।

 

১#

আমার এক বন্ধু মারা যেতে চেয়েছিল তাই আমি বললাম, নিজের ঘাড়ে দোষ নিবি কেনো এনা বাসে ওঠ।

আমার কথা শুনে বন্ধু ঢাকা-ময়মনসিংহ এনার টিকিট কাটলো। ঘুরে এসে এখন সে জীবনকে এতো ভালোবাসে যে মশার ঔষধ দিলেও এলাকায় থাকে না। ধন্যবাদ এনা বাসকে।

(তারেক আদিত্য)

 

২#

আমি সাধারণত ফ্লাইটে চট্টগ্রাম যাই। কিন্তু ইমার্জেন্সি পৌছানো লাগলে এনা বাসে যাই। এজন্য এনা আমার প্রিয় বাস।

(রেজাউল হায়াত)

 

৩#

একবার সিলেট থেকে ঢাকায় ব্যাক করছিলাম এনার নাইট কোচে। ঘোড়াশাল ব্রিজের অনেক আগে থেকেই তীব্র জ্যাম। এমন অবস্থায় মনে হলো বাস মেইন রোড থেকে সাইডে কই জানি প্রায় কয়েক ফুট নিচে নেমে টান দেওয়া শুরু করেছে। তারপর শুরু ধুমধাম আওয়াজ আর ঝাঁকি। কুয়াশার চোটে বাইরের কিছু দেখতেও পাচ্ছিলাম না। পরে ভালোমতো খেয়াল করে দেখি আমরা ধানক্ষেতে অবস্থান করছি। চারিদিকে সবুজের সমারোহ। দৃশ্যটা আসলেই মনোরোম ছিলো।

(মির্জা শাহবাজ আহমেদ)

 

৪#

আমি ‘এনা’দের খুবই সম্মানের চোখে দেখি। রাস্তায় আশেপাশে আসলেই সাইডে গিয়ে ব্রেক মেরে দাঁড়িয়ে থাকি। দৃষ্টিসীমার বাইরে গেলেই আবার চালানো শুরু করি।

(গালিব মাহমুদ)

 

৫#

এনার স্লোগান হওয়া উচিৎ, ‘জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।‘

(সুমাইয়া সানজিদা)

 

৬#

যখনই জীবনের প্রতি আমার অনাগ্রহ চলে আসে, আমি এনা বাসে উঠি! মুহূর্তে আমি সকল হতাশা ভুলে মহান আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করি, ‘আল্লাহ এবারের মতো মাফ করো, কোনোদিন আর ফাজলামো করবো না।

(আর জে নিরব)

Ena

এই সেই পোস্ট, যাতে এসেছে এইসব কমেন্ট

 

৭#

ডুবন্ত জাহাজ আর চলন্ত এনা বাসে কোনো নাস্তিক থাকে না

(সাকিব নুর)

 

৮#

প্লেনে ওঠার টাকার অভাবে একবার এই বাসে করে নরসিংদী থেকে সিলেট গিয়েছিলাম। দারুণ ফ্লাইট ছিলো সেটা। খুব মজা পেয়েছিলাম। গতি নিয়ন্ত্রণে আসলে আর বাসের টিকিট কাটবো কেন? প্লেনেরই কাটবো।

(ইকারাস ইকু)

 

৯#

ইঞ্জিন লক করা থাকার পরেও জ্বীনে পেছনে এমন জোরে ধাক্কা দেয় গতি আর নিয়ন্ত্রণ থাকে না।

এজন্যই তো সবাই বলে সড়ক পথে বিমানের ছোঁয়া।

(আব্দুল্লাহ আল জাবের)

 

১০#

ঢাকা থেকে কয়েকদিন আগে সিলেট আসছিলাম এনার নন-এসি বাস দিয়ে, কোন জায়গায় আছি আমি সেটা বোঝার জন্য রাস্তার পাশের দোকানগুলোর বিলবোর্ড পড়ার ট্রাই করছিলাম। বার বার ব্যর্থ হয়ে শেষে ঘুমিয়ে গিয়েছি। মনে করেছিলাম এটাই জীবনের শেষ ঘুম, এটা মিস করা যাবে না তারচেয়ে বরং ঘুমিয়ে নেই

(হাফিজুল আকিব)

 

১১#

এনার সুবিধা হলো এরা রাস্তায় জ্যাম দেখলে জমিতে নেমে যায়। চমৎকার হালের চাষ করতে করতে কোনো একসময় রাস্তায় উঠে।

(আহসান রাসেল)

 

১২#

একবার চট্টগ্রাম থেকে কুমিল্লা আসছিলাম এনা তে করে, ওদের স্পিডিং দেখে যে পরিমাণ দোয়া দুরূদ মুখ দিয়ে বের হইছে সবগুলো একত্রিত করলে একটা খতমে ইউনুস হয়ে যেতো।

(আবু হুজাইফা জাবেদ)

 

১৩#

আমি GTA San Andreas এও এভাবে গাড়ি চালানোর সাহস পাই না। কেইস আর হসপিটাল বিলের মায়ায়!

আর আপনাদের গাড়ি তো রাস্তায় চলে না, মনে হয় আসমানে উড়ে, ড্রাইভার এমনভাবে টানে মনে হয় গাড়ির আশেপাশের ১০ কি.মি. ব্যসার্ধে আর অন্য কোনো গাড়িই নাই, সরি উড়োজাহাজ নাই।

(মোহাম্মদ কাওসার হোসেন)

 

১৪#

পবিত্র বাস! সবাই উঠে আল্লাহ আল্লাহ করে।

(মেহদি আশিক চৌধুরি)

 

১৫#

ঢাকা টু নিউইয়র্ক রুটে সার্ভিস চাই

(ওয়ালিদ হাসান)

১৯১৫০ পঠিত ... ১৭:৫৪, জানুয়ারি ২৬, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top