Ghode pe Sawar গানটা যে ম্যারিটাল রেপ নিয়ে, তা কি আপনি জানতেন?

১০০৪৮ পঠিত ... ১৭:৪১, জানুয়ারি ২৪, ২০২৩

Ghode-pe-sawar

ভারতীয় সিনেমা কলা(Qala)র ‘ঘোড়ে পে সাওয়ার’গানটি গত কয়েকদিন ধরে আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। বলতে গেলে সিনেমা লাভারদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে গানটি। কিন্তু জানেন কি, এই গানের কথাগুলো সুরে সুরে বলে যায় ম্যারিটাল রেপের যন্ত্রণার কথা, বলে যায় কনসেন্ট না নিয়েই পার্টনারের উপর ঝাঁপিয়ে পড়ার হিংস্রতার কথা।  না জেনে থাকলে আজ জেনে নিন, আর ভাবুন আমাদের এই উপমহাদেশে এই সমস্যা কতটা প্রকট হলে সিনেমার গানের মাধ্যমে একে প্রকাশ করতে হচ্ছে।

গানটা তো আপনারা জানেনই, তারই একটা বাংলা ভাবানুবাদ করার চেষ্টা করেছি আমরা।

 

আমার মাঝে যে বিশাল একটা ‘না’

তাকে কীভাবে বোঝাই আর?

আমার প্রেমিক পাগল শুধু

হতে ঘোড়ায় সওয়ার।

 

ধীরে ধীরে মনের যতনেই

কেবল খোলে হৃদয়ের দুয়ার।

আমার প্রেমিক পাগল শুধু

হতে ঘোড়ায় সওয়ার।

 

চুলে ফুলের গাজরা লাগানো?

হায়, সে তো কেবল কাছে আসার বাহানা

ছল যে করতে জানে,

তার ছল থেকে বাঁচা সহজ না।

 

চোখের খেলায় কাকে ঠকাবে তুমি?

বাতি নিভিয়ে মেটাতে হয় জরিমানা!

 

কথার খেলায় আটকাবে কে?

বয়েই গেছে মানতে তার

আমার প্রেমিক পাগল শুধু

হতে ঘোড়ায় সওয়ার।

 

মূল গানটি শুনতে পারেন এখানে।

 

নেটফ্লিক্সের সম্প্রতি রিলিজ হওয়া 'কালা' সিনেমাতে গানটি ব্যবহার করা হয়েছে। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন অমিত ত্রিবেদি, গেয়েছেন শ্রিরেশা ভাগাভাতুলা। 

১০০৪৮ পঠিত ... ১৭:৪১, জানুয়ারি ২৪, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top