বাজেট কম ছিলো, তাই জায়েদ ব্রোকে ছেলের বিয়েতে নিতে পারলাম না: মুকেশ আম্বানি

৫১৩ পঠিত ... ১৭:৪৫, মার্চ ০৪, ২০২৪

429611703_948856383260245_739575604859094884_n

চলছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান, দেশ-বিদেশের নানান অতিথিরা নেচে গেয়ে এই রাঙিয়ে তুলছেন এই অনুষ্ঠানকে। এত এত সেলিব্রেটির ভিড়েও কেমন যেন শুন্য শুন্য মনে হচ্ছে এই অনুষ্ঠানকে, কারণ সব থাকলেও এখানে নেই গরীবের সালমান খান জায়েদ ব্রোয়ের ডিগবাজি। নিয়মিত ট্রেন্ডে থাকা জায়েদ ব্রো কেন নেই এখানে, জানতে যোগাযোগ করেছিলাম মুকেশ আম্বানির সাথে।

 

প্রতিবেদক: মুকেশ ভাই ‘কেমছো, মাজামা?’

মুকেশ আম্বানি: বাংলায় বলেন ভাই, আমি বাংলাও বুঝি।

 

প্রতিবেদক: আইসসালা, দারুণ তো, মুকেশ ভাই বাংলা শিখলেন কীভাবে?

মুকেশ আম্বানি: সে বিরাট ইতিহাস, আরেকদিন বলবো। আজকে কাজের কথা বলেন  দ্রুত, আধাঘণ্টা পরে আপনাদের ভাবির সাথে হিপহপ ড্যান্সের পারফরম্যান্স আছে।

 

প্রতিবেদক: ওকে, যাই হোক আপনার ছেলের বিয়ে উপলক্ষে আগাম শুভকামনা। তবে ইয়ে মানে, অনুষ্ঠানে দেখলাম হলিউড বলিউডের অনেকেই এসেছেন। আমাদের ডামি সালমান খানকে নিয়ে গেলেন না যে।

মুকেশ আম্বানি: কী বলবো আর দুঃখের কথা ভাই, খুব ইচ্ছা ছিলো ছেলের বিয়েতে জায়েদ ব্রোয়ের ডিগবাজি দেখব। কিন্ত উনাকে আনার মত টাকা আমাদের কাছে নেই, এক ডিগবাজির জন্য উনি যে পরিমাণ টাকা নেয় তা দিয়ে রিলায়েন্স গ্রুপ দুইবার কেনা যাবে। ছেলেটা আমার দুঃখে দুইদিন ভাত খায় নাই।

 

প্রতিবেদক: বলেন কী, উনি এত টাকা নেন?

মুকেশ আম্বানি: হ্যাঁ আর বলবেন না, অনেক করে রিকুয়েস্ট করেছিলাম কিন্তু জায়েদ ব্রো ডিগবাজি দিয়ে আমার লোকের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন।

 

প্রতিবেদক: My deep condolences to you, মন খারাপ করবেন না ভাই, দোয়া করছি আপনাদের আরো টাকা হোক, যাতে অন্তত নাতি-নাতনিদের বিয়েতে জায়েদ ব্রোকে নিয়ে আসতে পারেন।

মুকেশ আম্বানি: দোয়া করবেন ভাই।

৫১৩ পঠিত ... ১৭:৪৫, মার্চ ০৪, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top