সম্প্রতি চট্রগ্রামের বড়হাতিয়া সংরক্ষিত বনে বাঁধ দিয়ে কৃত্রিম ন্যাচারাল লেক তৈরি করেছেন সেখানকার স্থানীয় প্রভাবশালীরা। কিন্তু সব রেখে সংরক্ষিত বনেই কেন এই কাজটি করতে গেলেন তারা জানার চেষ্টা করেছিলো আমাদের eআরকি টিম। চলুন জেনে নেওয়া যাক এমনই এক প্রভাবশালীর মুখে।
eআরকি: কেমন আছেন ভাই?
স্থানীয় প্রভাবশালী: আছি তো ভালোই, কিন্তু আমাদের ন্যাচারাল লেক নিয়ে আপনাদের এত চুলকানি কেন? হুদাই এগুলো নিয়ে নিউজ করতেছেন?
eআরকি: রেগে আছেন কেন ভাই? আমাদের কাজই তো সাধারণের কাছে খবর পৌঁছে দেওয়া।
স্থানীয় প্রভাবশালী: তা দেন। কিন্ত আপনাদের খবর দেখলে মনে হয় আমরা অনেক বড় পাপ করে ফেলেছি। আমাদের ছেলেমেয়েরা কানাডা, আমেরিকায় থাকে। দেশে আসলে ওদের মন চায় একটু স্কুবা ডাইভিং সার্ফিং করবে তাই একটা ন্যাচারাল লেক বানিয়ে দিয়েছি। এটা নিয়ে এত হাউকাউ করার কী আছে? রাতের ভোটের তো আর আয়োজন করিনি।
eআরকি: আমরা আসলে আপনাদের প্রচার আর প্রসারের জন্যই এমন করেছি, প্লিজ ভুল বুঝবেন না।
স্থানীয় প্রভাবশালী: দরকার নাই এমন প্রচার-প্রসার আমাদের। দরকার হলে নিজেরাও এসে স্কুবা ডাইভ দিয়ে যান,
eআরকি: কিন্তু আপনাদের লেকের জন্য যে প্রায় ৫ হাজার গাছ মরে গিয়েছে, সেটি নিয়ে কিছু বলতে চান?
স্থানীয় প্রভাবশালী: (এমন সময় তিনি কিছুটা ভাবুক হয়ে যান) দেখুন পৃথিবীতে সবাই এসেছে চলে যাওয়ার জন্য। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে কারো জন্য ভালো কিছু করতে পারলে জীবন স্বার্থক, যেমন এই গাছগুলো আমাদের জন্য করলো।
eআরকি: না ইয়ে মানে, দেশে বনভূমির পরিমাণ এমনিতেই কম, এর মাঝে…
এমন সময় তিনি কিছুটা ডিপজল স্টাইলে ‘তর মরণের চুলকানি উঠসে আমি তরে মলম লাগায় দিমু’ বলার পর আমাদের প্রতিবেদক সেখান থেকে পালিয়ে আসেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন