সারাদিন দাঁড়িয়ে থাকার চেয়ে প্রার্থী হওয়া ভালো: একান্ত সাক্ষাৎকারে শো-রুমের ডামি

২১১ পঠিত ... ১৭:৫৪, ডিসেম্বর ০৪, ২০২৩

33

এবারের নির্বাচনের আলোচিত বিষয় ডামি প্রার্থী। ফাঁকা মাঠের গোল এড়াতে প্রায় সবগুলো আসনেই ডামি প্রার্থী দাড়াচ্ছেন। নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে এমনই শো-রুমের ডামির কাছে গিয়েছিলাম আমরা তার অনুভূতি জানতে।

 

প্রতিবেদক: কেমন আছেন ভাই? এবার প্রথম প্রার্থী হলেন কেমন লাগছে?

ডামি: আছি তো ভালোই তবে প্রার্থী হওয়া নিয়ে তেমন কোনো উত্তেজনা নেই। কারণ জিতবে এবার নৌকা।

 

প্রতিবেদক: বাহ! আগেই বলে দিলেন নৌকাই জিতবে। যাই হোক, আপনারা তো জেনেছি সবসময় শো-রুমে থাকেন। এবার নির্বাচনে এলেন যে?

ডামি: শো-রুমে আসলে তেমন কোনো কাজ নেই, সারাদিন দাঁড়িয়েই থাকি। সারাদিন দাঁড়িয়ে থাকার চেয়ে প্রার্থী হওয়া ভালো, জেতা নয় অংশগ্রহণটাই মুখ্য।

 

প্রতিবেদক: নির্বাচনী প্রচারণায় কী আপনাকে কোনো বাধা দেওয়া হয়েছে?

ডামি: প্রচারণা কেন করবো? পরাজয় যেখানে সুনিশ্চিত, সেখানে তা উপভোগ করাই শ্রেয়!

 

প্রতিবেদক: জিতবেন না কেন? আপনার পক্ষে কী রাতের কোনো ভোটার নেই?

ডামি: আছে। তবে তারা প্রতিপক্ষের রাতের ভোটারের মত একমিনিটে ৪৭টা সিল দিতে পারে না। তবে জয়-পরাজয় নিয়ে কোন আক্ষেপ নেই।

 

প্রতিবেদক: আপনার নির্বাচনে আসার মূল কারণটা কী?

ডামি: শো-রুম উদ্বোধন করা লোকজন যদি নির্বাচনে যেতে পারে, আমরা শো-রুমের লোক হয়ে কেন পারবো না?

২১১ পঠিত ... ১৭:৫৪, ডিসেম্বর ০৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top