মানুষের জীবনে আরও যত ডামি প্রার্থী দরকার

১৭৬ পঠিত ... ১৫:৩৯, ডিসেম্বর ০৪, ২০২৩

10 (1)

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিভিন্ন পারিপার্শ্বিকতা চিন্তা করে রাখছে ডামি প্রার্থী। ডামি প্রার্থীর পাশাপাশি ডামি আর কী কী থাকলে জীবনটা আরও সুন্দর হতো ভেবেছেন আমাদের earki-ক সুফিয়া কামাল।

 

ডামি জীবনসঙ্গী: ডামি জীবনসঙ্গীর চেয়ে আনন্দঘন আর কিছুই হতে পারে না। ডামি পার্টনারকে আপনার নিজের খেয়ালখুশি মতো মেইনটেইন করতে পারবেন। তার কোনো চাহিদা, ভরণপোষণ আপনার না দিলেও চলবে। দুই এক বছর ডামি জীবনসঙ্গীর সাথে থাকার পর যদি আপনার মনে হয় আপনি সত্যিকারের জীবনসঙ্গীর সাথে জীবন কাটানোর জন্য প্রস্তুত, তখন সেক্ষেত্রে আপনি সামনে আগাতে পারেন। মূলত এটি আপনার প্র‍্যাক্টিস পিরিয়ড বলেই গণ্য হবে।

 

ডামি ফাস্টফুড: প্রতিদিন কত ধরনের খাবারই না আমাদের খেতে ইচ্ছে করে! পিজ্জা, বার্গার, স্টেক, পাস্তার এই যুগে মাসের দশ না যেতে পকেটের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখতে হয়। এক্ষেত্রে আশার আলো দেখাতে পারে ডামি ফাস্টফুড। বিরিয়ানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিছু ডামি ফাস্টফুড সবসময় সাজিয়ে নিজের কাছেই রাখবেন। খেতে ইচ্ছে হলে তা চোখ দিয়ে আহার করবেন করবন। 

 

ডামি ক্রাশ: ক্রাশকে পাবার জন্য মানুষ কত কিছুই না করতে চায়! তবু ধরা দেয় না ক্রাশ। তাদের জন্য ডামি ক্রাশ হতে পারে বেস্ট অপশন। আসল ক্রাশ চলে গেলে যাক, তাকে তো আর ধরে বেঁধে রাখা যাবে না। তবে তারই মতো ডামি ক্রাশের দিকে তাকিয়ে থেকে জীবন পার করে দিতে পারবেন। ক্রাশকে না পাওয়ার কষ্ট পুরোটা লাঘব না হলেও, কিছুটা তো কমবে!

 

ডামি সন্তান: বিয়ের পর চট করেই বাচ্চা নিতে চান অনেক দম্পতি। তাদের জন্য কম্প্যাটিবিলিটি টেস্ট হিসেবে ডামি শিশু চমৎকার একটি অপশন। আপনি সত্যিই প্যারেন্টহুড উপভোগ করছেন কি-না তা বোঝার জন্য ৬ মাস একটি ডামি সন্তান লালনপালন করুন। তাকে খাওয়ানোর অভিনয় করুন, ইউটিউবে দিনরাত ২৪ ঘণ্টা কান্নার অডিও শুনে নিজে অভ্যস্ত হবার চেষ্টা করুন। ৬ মাস পর নিজেকে প্রস্তুত এবং যোগ্য মনে হলে বাচ্চা নেবার জন্য এগিয়ে যান।

 

ডামি রোগী: ডাক্তার বিশেষ করে নতুন সার্জনদের জন্য ডামি রোগী অসাধারণ একটি অপশন। বিশ্বের উন্নত অনেক দেশেই এ ব্যবস্থা থাকলেও আমাদের দেশে এখনও তা নেই। ডামি রোগীকে আপনি ইচ্ছামতো কাটাছেঁড়া করে নিজে শিখতে পারবেন না বাস্তবে অসম্ভব। এখানে রোগীর লোক কিংবা রোগী মারা যাবার কোনো ভয় থাকবে না। এক অঙ্গের বদলে আরেক অঙ্গ কেটে ফেললে কিংবা পেটে ছুরি, কাঁচি ফেলে এলেও কিছু আসবে যাবে না।

১৭৬ পঠিত ... ১৫:৩৯, ডিসেম্বর ০৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top