লস করে বেতন দেব কীভাবে: আপন

১৯১ পঠিত ... ১৭:০৪, নভেম্বর ১৪, ২০২৩

4

৯০০ কোটি টাকার এফডিআর ভাঙলে বেশ লস হয়ে যাবে, তাই নারী ক্রিকেটারদের বেতন দিতে পারছি না: কাল্পনিক সাক্ষাৎকারে আপন

সম্প্রতি ৫ মাস ধরে নারী ক্রিকেটারদের বেতন না পাওয়ার বিষয়টি বেশ আলোচনায় এসেছে। তবে বেতন না দেওয়ার কারণ সম্পর্কে প্রথমে তেমন কিছু জানা না গেলেও এখন বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি অটোচয়েজ সহ-সভাপতি মিস্টার আপন।

 

প্রতিবেদক: আপন ভাই আপনাদের তো অনেক টাকা, তারপরেও নারী ক্রিকেটারদের বেতন নিয়ে এত ঝামেলা হলো কেন?

আপন: ঝামেলা কই দেখলেন, একটু লেট হয়েছে। বেতন দেইনি, কিন্তু দেব না তো বলিনি।

 

প্রতিবেদক: তাই বলে বেতন ছাড়া ৫ মাস?

আপন: আসলে টাকাপয়সা আমাদের কাছে তেমন কিছু না তেজপাতা। কিন্তু ৯০০ কোটি টাকার এফডিআর ভাঙলে বেশ লস হয়ে যাবে, তাই নারী ক্রিকেটারদের বেতন দিতে পারছি না।

 

প্রতিবেদক: পুরুষ ক্রিকেটারদের বেলায় তো এমনটা বলেন না।

আপন: (কবি নীরব)

 

প্রতিবেদক: আপন ভাই কিছু বলছেন না যে? আচ্ছা বিসিবি সহ-সভাপতি পদে তো আপনি অনেকদিন ধরেই অটোচয়েজ হিসেবে আছেন, সহ-সভাপতির নির্বাচন নিয়ে যদি কিছু বলতেন।

আপন: নির্বাচনের দরকার কী, এমনিতেই তো বেশ শান্তিপূর্ণ পরিবেশ আছে বিসিবিতে, আমি কত উন্নয়ন করেছি ক্রিকেটে আপনাদের চোখে কী এসব পড়ে না, খালি আমার পদে থাকাটাই চোখে পড়ে।

 

প্রতিবেদক: উন্নয়ন আর কই হলো আপন ভাই? পুরুষ দল তো গো-হারা হেরে এলো বিশ্বকাপ থেকে আর যারা ভালো করে সেই নারীদের তো আপনারা বেতনই দেন না।

আপন: পুরুষ দলকে আসলে এমনিতেই এবার পিকনিক করতে পাঠিয়েছিলাম, এই বিশ্বকাপ নিয়ে আমাদের তেমন সিরিয়াস কোন প্ল্যান ছিলো না। আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ আর এইটা আমি সবসময়ই বলে আসছি।

১৯১ পঠিত ... ১৭:০৪, নভেম্বর ১৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top