মনে বেজায় কষ্ট, আপা এখন আর মশলা ফ্রি মিক্সিং করে বাসায় নিতে দেয় না: ঢাকা শহরের এক খালা

২৫৪ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ১৯, ২০২৩

Mone-bejay-kosto

 

গত কয়েকদিন ধরে ফ্রি মিক্সিং নিয়ে এমনিতেই সোশ্যাল মিডিয়া উত্তাল, অনেকে এর পক্ষে আবার অনেকে বিপক্ষে এরই মাঝে ফ্রি মিক্সিং নিয়ে নিজের হতাশার কথা জানালেন ঢাকার বাসায় কাজ করা এক খালা। চলুন জেনে নেওয়া যাক কী তার হতাশার মূল কারণ?

 

প্রতিবেদক: খালা ফ্রি মিক্সিং নিয়ে আপনি এত হতাশ কেন?

খালা: হতাশ কী আর সাধে হইছি বাবা! যে বাসায় কাজ করি সেখানকার আপা এখন আর ফ্রি মিক্সিং করতে দেয় না।

 

প্রতিবেদক: হায় হায় বলেন কী? আপনি যার বাসায় কাজ করেন সে আপনাদের ফ্রি মিক্সিং করতে দিতো? এ তো যুগান্তকারী ঘটনা।

খালা: হ, আগে আপার মনটা নরম ছিলো। গত কয়েকদিন ধরে কী হইলো ফ্রি মিক্সিংয়ের জন্য অনুরোধ করলেই বকাঝকা করে।

 

প্রতিবেদক: সব দোষ আসলে ঐ ক্রিকেটারের মনে হয়, ফ্রি মিক্সিং নিয়া কথাবার্তা বলাতেই এমন হতে পারে।

খালা: কোন পোলা কী কইলো এটার জন্য আমারে মিক্সিং করতে দিবো না, এইটা কোনো কথা? কোন কাজটায় না করি আমি, দিনের পর দিন ওভারটাইম খাটি ছুটির দিনেও কাজ করছি। শুনলে তাজ্জব হইবেন, গত ইলেকশনের দিনও কাজ করছি সকালে ভোটকেন্দ্রে থেকে দৌড়ানি খেয়ে আসার পর। আমারে তারই প্রতিদান দিলো আপা।

 

প্রতিবেদক: কষ্ট পাবেন না খালা, এগুলো ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ব্যাপারে।

খালা: ধুর! সামান্য কয়টা মশলা মিক্স করুম, এখানে তার ইচ্ছা অনিচ্ছার কথা কই থেকে আসতেছে? আমার বাসায় মিক্সার থাকলে কী আমি এখানে করতাম, আর মিক্স করার পর সব তো আমিই ধুয়ে মুছে রাখি। আসলে ঘটনা কী জানেন তো, ফ্রি তে কিছুই কেউ দিতে চায় না! দুনিয়াটা খুব স্বার্থপর।

 

প্রতিবেদক: ফ্রি মিক্সিং মানে? আপনি এতক্ষণ কোন ফ্রি মিক্সিংয়ের কথা বলছিলেন?

খালা: আপনি কী কানে কম শোনেন নাকি? না কথা বোঝেন না? কইলামই তো মশলা ফ্রিতে আপার বাসা থেকে মিক্স করে নিয়া যাইতাম।

 

প্রতিবেদক:

২৫৪ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ১৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top