একদিন আর কী পালন করবো, আমাদের তো প্রতিদিনই বাঁশ দিবস: কাল্পনিক সাক্ষাৎকারে জনৈক বিএনপি কর্মী

১১১ পঠিত ... ১৭:২০, সেপ্টেম্বর ১৮, ২০২৩

একদিন-আর

যথাযোগ্য মর্যাদার সাথে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বাঁশ দিবস। পান্ডা থেকে শুরু করে মানুষ সবাই তাদের প্রিয় এই খাদ্যটির দিবস উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করছে। তবে বিএনপি কর্মীদের মধ্যে দিবসটিকে ঘিরে তেমন কোনো উত্তেজনা নেই। আসল কারণ অনুসন্ধানে এক বিএনপির কর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছেন আমাদের প্রতিবেদক।

 

প্রতিবেদক: কেমন আছেন ভাই? শুরুতেই আপনাকে বিশ্ব বাঁশ দিবসের শুভেচ্ছা জানাই।

বিএনপি: প্রথমেই তো দিলে একটা চোট দিয়া দিলেন, ভালো আর কেমনে থাকি।

 

প্রতিবেদক: আরে না না আমার তেমন কোনো উদ্দেশ্য ছিলো না, আমিও নিয়মিত বাঁশ খাই। আজ কী বিশেষ কোনো কর্মসূচি আছে আপনাদের?

বিএনপি কর্মী: না ,আজ আর আলাদা করে কী পালন করবো? গত এগারো বারো বছর ধরে তো প্রতিদিনই বাঁশ খেয়ে যাচ্ছি! সে হিসেবে প্রতিটা দিন আমাদের জন্য বাঁশ দিবস।

 

প্রতিবেদক: বাহ! নিয়মিত বাঁশ খেয়ে তো আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা?

বিএনপি কর্মী: সে আছি আরকি, তবে সহমত ভাই আর পুলিশ ভাইদের সাথে নিয়মিত শরীরচর্চা করে শারীরিকভাবে বেশ ফিট আছি বলতে পারেন।

 

প্রতিবেদক: বাঁশের পাশাপাশি অন্য কোনো খাবারটি আপনাদের খাদ্য তালিকায় নিয়মিত থাকে?

বিএনপি কর্মী: (একটু হেসে) মামলা, আমরা ভাতের চেয়ে মামলা কিংবা বাঁশ এগুলোই বেশি খাই

 

প্রতিবেদক: মামলা খাওয়ার ব্যাপারটি শুনে এভাবে খুশি হয়ে গেলেন যে?

বিএনপি কর্মী: আসলে মামলা খেলে সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হয় তো, আর দৌড়ালে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে এ কথা তো আপনারা সবাই-ই জানেন।

 

প্রতিবেদক: সামনেই তো নির্বাচন, আপনাদের পরিকল্পনা কী?

বিএনপি কর্মী: তেমন বিশেষ কোনো পরিকল্পনা নাই, থাকলেও বিশেষ লাভ নাই, রাতের ভোটাররা আমাদের সব পরিকল্পনার বারোটা বাজিয়ে দেয়। পরের পাঁচটা বছরের প্রতিটা দিনই চলে আমাদের বাঁশ দিবস। বাকিটা নির্বাচনের দিন বলতে পারবো।

১১১ পঠিত ... ১৭:২০, সেপ্টেম্বর ১৮, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top