আজ এমন কলামিস্ট নেই বলে: ডোনাল্ড ট্রাম্প

৭৭ পঠিত ... ১৫:০৭, সেপ্টেম্বর ১০, ২০২৩

Columnist

 

যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে হেরে এখন মোটামুটি আড়ালে থেকেই জীবন কাটাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের হেরে যাওয়ার কারণ হিসেবে আগে অনেক কিছু বললেও সম্প্রতি বাংলাদেশের ভুয়া বিশেষজ্ঞ বা কলামিস্টদের খবর জানতে পারার পর তিনি দাবি করেছেন এমন কলামিস্ট ছিলো না বলেই গত নির্বাচনে হেরেছিলেন তিনি।

 

প্রতিবেদক: ডোনাল্ড ভাই আপনি তো আমাদের কাক্কুর মতো পল্টি নিয়ে নিলেন?

ডোনাল্ড ট্রাম্প: কী বলছেন এসব, এই বয়সে পল্টি নিতে গেলে হাড়গোড় কিছু আস্ত থাকবে? আর এই কাক্কুটা কে?

 

প্রতিবেদক: সে আপনার না চিনলেও চলবে। কিন্তু আপনি কদিন আগে অন্য কারণ দেখালেও এখন নাকি বলছেন কলামিস্ট না থাকাতেই আপনি হেরেছেন?

ডোনাল্ড ট্রাম্প: সত্যই তো বলেছি। আগে যেগুলো বলেছিলাম সেগুলো রাগের মাথায় বলেছিলাম, কিন্তু এখন বুঝছি এমন কিছু ভুয়া কলামিস্ট আর বিশেষজ্ঞ থাকলেই আমার জেতা কেউ আটকাতে পারতো না। আমাদের দেশে তো আর আপনাদের মতো রাতের ভোটার নেই, এছাড়া এখানে ভোটও হয় দিনে, সব মিলিয়ে এমন কিছু কলামিস্ট আমার ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতো।

 

প্রতিবেদক: লোকজন যে বলে আপনার আমলে দেশ রসাতলে চলে যাচ্ছিলো

ডোনাল্ড ট্রাম্প: হাসাইলেন ভাই, বাংলাদেশের মানুষ হইয়া আপনে আমারে এই প্রশ্ন করেন, আপনার দেশ কীসের তলে আছে?

 

প্রতিবেদক: না মানে এখানে তো আমার দেশ নিয়ে কথা হচ্ছে না, ইন্টারভিউ তো নেওয়া হচ্ছে আপনার।

ডোনাল্ড ট্রাম্প: শুনেন, এমন রসাতলে অনেক দেশই যায়। এই উগান্ডার কথাই ধরেন, দেশটায় মানুষজনের কথা বলারও স্বাধীনতা নাই। ভোট তো দূরের কথা তারপরেও সেখানকার সুপ্রিম লিডার বছরের পর বছর টিকে আছে, আমাদের দেশের লোকজন আসলে বলদ তারা খালি পরিবর্তন চা… কিন্ত এইটা বুঝে না পরিবর্তন আর উন্নয়ন পাশাপাশি সম্ভব না।

 

প্রতিবেদক: তাছাড়া আপনি তো অনেক উল্টাপাল্টা কথাও বলতেন।

ডোনাল্ড ট্রাম্প: হে হে এইটা আপনে বলতেছেন?

৭৭ পঠিত ... ১৫:০৭, সেপ্টেম্বর ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top