ডাক্তারি লাইসেন্স বাতিল হইলে আমিও প্রশ্ন কিনার টাকা ফেরত চাই, কাটাকাটি: ব্যক্তিগত সাক্ষাৎকারে ডাক্তার নূর আলম

২২৬ পঠিত ... ১৭:৩৯, আগস্ট ১৯, ২০২৩

ডাক্তারি-লাইসেন্স

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সামনে এসেছে ৭ ডাক্তারসহ ১২ জনের এক সংঘবদ্ধ চক্র। সিআইডির দেওয়া তথ্যমতে ২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৬ বছরে অন্তত ১০ বার এই চক্র মেডিকেলের প্রশ্ন ফাঁস করেছে। ধীরে ধীরে প্রকাশ হচ্ছে সেসব শিক্ষার্থীদের নাম। ডাক্তার নূর আলম(ছদ্মনাম) তাদেরই একজন। আজ স্পেশাল প্রতিবেদন হিসেবে থাকছে ডাক্তার নূর আলমের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

 

প্র: আসসালামু আলাইকুম, স্যার। কেমন আছেন?

ডা: ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু চিন্তিত হলেও ভালো আছি, আপনি কেমন আছেন?

 

প্র: ভালো আছি স্যার। আপনার মেডিকেলে চান্স পাওয়ার অনুপ্রেরণামূলক গল্পটি জানতে চাই।

ডা: (মুচকি হেসে) আপনারা সবাই তো জানেন সরকারি মেডিকেলে চান্স পাওয়া আর যুদ্ধে নামা একই কথা। বাকি সবার মতো পড়ালেখা নিয়ে কাঠখড় পোহাতে না হলেও অসম্ভব স্ট্রেস গিয়েছে সেসময়টাতে। আমাদের পৈতৃকসূত্রে যত জমি ছিলো সব বিক্রি করতে হয়েছে। বসতবাড়ি অনেক বছর ছিলো বন্ধকে। দিনের পর দিন না খেয়ে দিন কাটিয়েছি। চুরি করে মায়ের গয়না, সেলাই মেশিন বিক্রি করেছি। সারা দিনরাত এসব চিন্তায় অস্থির ছিলাম। তবুও চোখে ছিলো সাদা অ্যাপ্রোন পড়ার স্বপ্ন। অনেকবার মনে হয়েছে টাকা যোগাড় করতে পারবো না, মনে হয়েছে এইতো শেষ। তবু শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছিলাম। সেসব দিনের কথা মনে পড়লে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়।

 

প্র: সত্যিই ভীষণ অনুপ্রেরণামূলক গল্প স্যার। সেসময় আপনার প্রতিযোগীরা কেমন ছিলো?

ডা: এ তো অনেকদিন আগের কথা। আমার বন্ধুরা বেশিরভাগই ছিলো উচ্চবিত্ত পরিবারের। ওদের টাকা পয়সা, লিংক কোনোকিছুরই অভাব ছিলো না। তবে ওদের বেশিরভাগই প্রশ্ন পেয়েও চান্স পায়নি। চিন্তা কত বড় গর্দভ! কয়েকজন আবার বেসরকারি মেডিকেলে পড়ছে। যাই হোক, দেওয়ার মালিক আল্লাহ তায়ালা। এসব নিয়ে গর্ব করবো না। অহংকার পতনের মূল।

 

প্র: আপনার মতো বিনয়ী ডাক্তার খুব কম দেখেছি স্যার। তবে এইযে সবাই বলছে বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, এ নিয়ে আপনার মন্তব্য কী?

ডা: একটু চিন্তিত—তা তো শুরুতে বললামই। তবে রেজিস্ট্রেশন বাতিল হলে আমিও প্রশ্ন কিনার টাকা ফেরত চাই। কাটাকাটি। ৮০ লাখ দিয়ে ভর্তি হইছিলাম, এখন ৪-৫ লাখ কম ফেরত দিলেও সমস্যা নাই। আমার আবার অত লোভ টোভ নাই। অনেকে দেখলাম পুরো টাকাই চাচ্ছে। আরে! একটা সিস্টেম লসের ব্যাপার আছে না? আসলেই গর্দভ.. 

 

প্র: আপনার জন্য শুভকামনা রইলো স্যার। পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

 ডা: আমাকেও যেতে হবে। আপনিও ভালো থাকুন।

২২৬ পঠিত ... ১৭:৩৯, আগস্ট ১৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top