এই ছবিতে যে ১০টি অসঙ্গতি রয়েছে

৫৪৫ পঠিত ... ১৬:১০, মে ২৩, ২০২৩

এই-ছবিতে-যে-১০টি-অসঙ্গতি-রয়েছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে আয়োজিত এক মিছিলে চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে পিস্তল হাতে দেখা যায়। বাঁশখালী উপজেলা সদরে এই মিছিল হয়। মিছিলের সামনে পুলিশ ছিল। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পরিলক্ষিত হয়। সেখান থেকে মোস্তাফিজুর রহমানের পিস্তল হাতে একটা ছবিও পত্রিকাগুলোতে আসে। এই ছবিতে কতটি অসঙ্গতি রয়েছে তাই খুঁজে বের করেছে eআরকির গবেষক দল।

Pistol

এই সেই ছবি

 

১# হলুদ পাঞ্জাবি পরা লোকটি পাঞ্জাবির গলার দিকে চশমা রেখেছেন। কিন্তু চশমার গ্লাসের অংশটা রেখেছেন ভেতরে। বিষয়টি খুবই অসঙ্গতিপূর্ণ। চশমার গ্লাস সাধারণ পাঞ্জাবির উপরের দিকে রাখা হয়। তাছাড়া গরমে চোখে পরে থাকাই ভালো।

২# সামনে দাঁড়িয়ে থাকা সাদা ফতুয়া পরা মানুষটি এভাবে সামনে না দাঁড়ালেও পারতেন। এতে ব্যানারটি পুরোপুরি দেখা যাচ্ছে না।

৩# একটু খেয়াল করে দেখলে সাদা ফতুয়া পরা মানুষটা এভাবে সামনে দাঁড়িয়ে থাকায় পেছনের একজন মানুষকে দেখা যাচ্ছে না। এভাবে দাঁড়ানো ঠিক হয়নি, সবারই ছবিতে থাকার অধিকার আছে।

৪# কথায় আছে, আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। এতো বড় ঝুকি নিয়ে সাদা ফতুয়া পরা লোকটির কোনভাবেই সামনে থাকা উচিৎ। তাছাড়া পলিটিশিয়ান হিসেবে ওনার উচিৎ ছিলো পিছে থাকা।

৫# ছবিটি তোলা হয়েছে সামনে থেকে ফলে অনেককেই দেখা যাচ্ছে না। যারা পেছনে আছেন তারা কি কষ্ট করে মিছিলে আসেননি? তাদের কি ছবিতে রাখা উচিৎ ছিলো না? অথচ ড্রোন দিয়ে ছবি তুললে এই সমস্যা হতো না।

৬# সামনে দাঁড়িয়ে থাকা লোকটির বাম হাতে কীসের যেন একটা ব্যাগ দেখা যাচ্ছে। এভাবে দুইহাত ব্যস্ত রেখে ওনার উচিৎ হয়নি মিছিলে আসা। ওনার যদি এক নাক চুলকায়, কী করবেন? কোন হাত দিয়ে চুলকাবেন?

৭# উনি একটা ছবি তুলছেন বা ভিডিও করেছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। ক্যামেরাম্যানের উচিৎ ছিলো ছবি তোলার আগে ওনাকে বলা, ‘স্মাইল প্লিজ।‘

৮# ওনার ডান হাতে একটা খেলনা পিস্তল দেখা যাচ্ছে। বাসার ছোটদের খেলনা পিস্তল নিয়ে এভাবে মিছিলে চলে উনি ঠিক কাজ করেননি। এখন যদি নিজেদের খেলনা না বাসার পিচ্চিরা কান্নাকাটি করে তাহলে এর দায় কে নেবে?   

৯# পরিবেশ দেখে মনে হচ্ছে ওইদিন বেশ রোদ ছিলো। কিন্তু কেউই রোদ চশমা বা ছাতা নিয়ে আসেননি। এভাবে কোনো ধরনের নিরাপত্তা ছাড়া বাইরে আসার সূর্যের অতিবেগুনি রশ্নি ওনাদের মুখের আদ্রতা কেড়ে নিতে পারে। ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে করে তুলতে পারে আরও সেনসেটিভ।

১০# ১০ নম্বর অসঙ্গিটি আমরা এখনও খুঁজে পাইনি, আপনিও নিশ্চয়ই খুঁজে পাননি।

৫৪৫ পঠিত ... ১৬:১০, মে ২৩, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top