গাছপালা দিয়া কী হইবো আগে দরকার সৌন্দর্য; কাল্পনিক সাক্ষাৎকারে নিউইয়র্ক দক্ষিণের মেয়র

২৫৭ পঠিত ... ১৬:০৮, মে ০৯, ২০২৩

Gach-diye-ki-hobe

সম্প্রতি শহরের সৌন্দর্যবর্ধনের জন্য গাছপালা কেটে আলোচনায় এসেছেন নিউইয়র্ক দক্ষিণের মেয়র পাপোস পল। প্রশংসার পাশাপাশি বেশ সমালোচনাও সহ্য করতে হচ্ছে তাকে ব্যাপারটি নিয়ে। এইসময়ে পরিস্থিতি কীভাবে সামলাচ্ছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী নিয়ে সেগুলো জানার জন্য আমাদের eআরকি প্রতিনিধিদল প্ল্যানচেটের মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করে। তিনি নিউইয়র্ক থেকে ঢাকায় এসে আমাদের এক প্রতিনিধির উপর ভর করে কাল্পনিক সাক্ষাৎকারে আমাদের সাথে যোগদান করেন। নিচে সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো।

প্রতিবেদক: কেমন আছেন পাপোস ভাই?

মেয়র: আর থাকারে ভাই… মানুষ মানুষের ভালো দেখতেই পারে না। শহরটাকে একদম দুবাই বানিয়ে ফেলার পরিকল্পনা ছিলো। ভেবেছিলাম গাছপালা কেটে কিছু আর্টিফিশিয়াল খেজুর গাছ লাগিয়ে দিবো আর পাবলিক ট্রান্সপোর্টের জন্য উট  নিয়ে আসবো। কিন্তু গাছ কাটতে না কাটতেই ফালতু লোকজনের দল আমাকে সার্ফ এক্সেল দিয়ে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে।

প্রতিবেদক: এনিওয়ে গাছ কেটে সৌন্দর্যবর্ধনের এমন অভিনব বুদ্ধি কোথা থেকে পেলেন, একটু বলবেন কী?

মেয়র: এ ব্যাপারে আমি প্রিয় অভিভাবক ঢাকা দক্ষিণের সংগ্রামী মেয়র তাপস ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। সাতমসজিদ রোডে গাছ কেটে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ দেখে আমি বেশ ইমপ্রেসড। এমনকি তাপস ভাইয়ের কাজ দেখার পর আমার বউ তাপস ভাইকে দেখে কিছু শিখতে পারো না বলে আমাকে তিরস্কারও করেছে। 

প্রতিবেদক: তবে ভাই গাছপালা কেটে ফেললে তো গরম বেড়ে যাবে, তখন সমস্যা আরও বেশি হবে না?

প্রশ্ন শুনে মেয়র ভাই কিছু উত্তেজিত হয়ে বলতে শুরু করেন, ‘আরে ধুরো মিয়া গাছপালা দিয়া কী হইবো? আগে দরকার সৌন্দর্য, প্রথমে দর্শনধারী তার পরে গুণবিচারী এই প্রবাদ শুনেন নাই নাকি?’

প্রতিবেদক: হে হে, শুনবো না কেন? নিশ্চয়ই শুনেছি, তবে গাছ কাটার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য আর কী কী করার পরিকল্পনা আছে আপনার?

মেয়র: প্ল্যান তো অনেকই আছে। কিন্তু সেগুলো এখন বলা যাবে না, আপনারা মানুষ ভালো না, কথায় কথায় খালি সমালোচনাই করেন।

প্রতিবেদক: শুনলাম আপনি নাকি গাছ কাটার কাজটি রাতেরবেলা করার নির্দেশ দিয়েছেন? রাতের বেলাতেই কেন একটু জানতে পারি।

এই পর্যায়ে মেয়র সাহেব ফিক করে হেসে দিয়ে বলেন, ‘সবই অভ্যাসের দোষ বুঝলেন! রাতের ভোট ব্যাপারটি না চাইলেও কোনো না কোনোভাবে আমাদের কাজের মধ্যে চলে আসে।‘

প্রতিবেদক: শেষ প্রশ্ন, শুনলাম সামনে মেয়র ইলেকশন। এই ব্যাপারে যদি কিছু বলতেন।

মেয়র: বলার কিছু নেই, জিতবো আমিই এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। মানুষ আমাকে ভালোবাসে। আশা করি গতবারের মতো এবারও রাতেরবেলা ভোট দেওয়ার জন্য মৃত মানুষের দল লাইনে দাঁড়াবে।

২৫৭ পঠিত ... ১৬:০৮, মে ০৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top