করিম ফ্যামিলির রত্নরা

৮৮২ পঠিত ... ১৭:৩৬, মে ২৮, ২০২৪

25 (15)

কোক স্টুডিও বাংলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচিত নাম বাবনা করিম। সব জায়গায় চলছে করিম বন্ধনা। এই করিম বন্ধনার মধ্যেই বের হয়ে আসলো আলোচিত করিম পরিবারের রত্নদের কথা।

বিশিষ ফেসবুক ইতিহাসবিদ রাশা নোয়েল দীর্ঘদিন ধরে করিম পরিবারের রত্নদের নিয়ে গবেষণা করছেন। নিজের এক গবেষণাপত্রে তিনি বাবনা করিম, মশাররফ করিমসহ করিম পরিবারের অন্যান্য সদস্যদের সন্ধান দেন। সেখানে তিনি লেখেন, বাবনা করিম, অপি করিম আর মোশাররফ করিম- একই পরিবারের তিন রত্ন৷ ট্যালেন্টের ঘরে ট্যালেন্টই জন্মায়, করিম বেনজেমার দিকে তাকান। তিন রত্ন মাতাচ্ছে দেশ, আর ও মাতাচ্ছে বিদেশ৷

শাহ আবদুল করিম এই করিম পরিবারের দাদা গোত্রীয় কেউ হতে পারে বলেও মত দিয়েছেন এই ইতিহাসবিদ। গবেষণা এখনও শেষ না হওয়ায় নিশ্চিত হয়ে কিছু বলেননি তিনি। তবে গবেষণার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, করিম আবদুল জব্বার নামে লিজেন্ডারি বাস্কেট বল খেলোয়াড়ও এই করিম পরিবারের দাদা হতে পারেন। তবে সেতি তিনি নিশ্চিত নয়।

অন্য এক ফেসবুক ইতিহাসবিদ মোজাম্মেল হক তোহা ফারাজ করিমের সাথে এই করিম পরিবারের একটা সম্পর্কের কথা জানান। তার গবেষণা মতে করিম পরিবারের বাবনা, অপি, মোশাররফ ও বেনজেমারা শাহ আবদুল করিমের ছেলেমেয়ে। আরেক ছেলে ফারাজ করিম। কিন্তু বড় ছেলে ফারাজ করিমের বিষয়ে ফেসবুকে কিছু বিতর্ক থাকায় ও মানুষ তাকে স্ট্যান্ডবাজ মনে করায় এই ছেলেকে পরিচয় দেন না করিম ফ্যামিলি।

এই করিম ফ্যামিলির আদি নিবাস করিমগঞ্জ হলেও কয়েক প্রজন্ম ধরেই তারা ঢাকায় বসবাস করছেন। ঢাকার মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটটি এই পরিবারের পূর্বপুরুষদের সম্পদ। মূলত এই মার্কেটের দোকান ভাড়া দিয়ে করিম ফ্যামিলি ছেলেমেয়েদের পড়ালেখা করান। আর একেকজন গড়ে ওঠেন এক একটা সোনার টুকরা হিসেবে। রাশা নোয়েলের কমেন্টবক্সে এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন নামের আরেক ফেসবুক ইতিহাসবিদ।

করিম ফ্যামিলির আরও একটা প্রজন্মও ঢাকাতেই বসবাস করে। এই প্রজন্মের মধ্যে অন্যতম হলো, এলিটা করিম, সাফা করিম, জন করিম ও মানতাশা করীম।

৮৮২ পঠিত ... ১৭:৩৬, মে ২৮, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top