লেখা: সাজনুল সায়েফ
এক মেয়ে ইনবক্সে মেসেজ দিয়ে বলল, ভাইয়া আপনাকে এই পাঞ্জাবিতে বেশ মানাবে। আপনার লাগবে এটা? আমি বুঝলাম, মেয়েটা আমাকে পছন্দ করে। কিছুক্ষণ পর, আবার জিজ্ঞেস করল, লাগবে? আমি ভাবলাম, মেয়েমানুষ এত জোর করে দিচ্ছে, নিয়ে ফেলি।
আমি আগ্রহ প্রকাশ করে বললাম, আপনি আমাকে কীভাবে চেনেন? আমার সাথে তো আপনার আগে কখনোই কথা হয়নি।
মেয়েটা বললো, না ভাইয়া, আমি আপনার সব পোস্ট দেখি, অনেক ভালো লাগে। আপনাকেও দেখতে অনেক কিউট লাগে।
আমি বুঝলাম মেয়েটা হয়তো প্রেমে পড়েছে! আবার সন্দেহ ও হলো, আমার প্রেমে? আর মানুষ পায় নাই!
আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলতে পারেন।
মেয়েটি বললো, না। কিন্তু আপনি আমাকে তুমি করেও বলতে পারেন, আমি আপনার জুনিয়র। আমি কিছু বলার আগেই, মেয়ে টা বললো, তা ভাইয়া আপনার পাঞ্জাবিটা লাগবে?
আমি একটু মিষ্টি সুরে বললাম, তুমি আমাকেই কেনো পাঞ্জাবিটা দিতে চাচ্ছো, কোনো বিশেষ কারণ?
মেয়েটা বললো, কারণ এটাতে আপনাকে বেশ মানাবে। আমি বললাম, এতই যখন দিতে চাচ্ছ, দাও।
মেয়েটা বললো, ভাইয়া বাসার ঠিকানাটা বলবেন প্লিজ। আমি বললাম। মেয়েটা বলল, ভাইয়া ২ দিন এর মধ্যে পেয়ে যাবেন পাঞ্জাবিটা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে।
মেয়েটা বললো, ভাইয়া কিন্তু, একটা শর্ত আছে। আমি জিজ্ঞেস করলাম, কী শর্ত? মেয়েটা বললো, আপনাকে অর্ডার এর পূর্বে পাঞ্জাবির দামের অর্ধেক টাকা বিকাশে পেমেন্ট করতে হবে। তারপর ই পাঞ্জাবিটা ডেলিভারি করা হবে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন