'কাশি দিলাম' লিখে পোস্ট করার পর মেয়েটার কমেন্টবক্সে যেসব কমেন্ট পড়ল

৩৯২ পঠিত ... ১৭:৩১, জানুয়ারি ১৭, ২০২৪

415344108_1281513016140622_5382789392348917955_n

লেখা: সুমন মাহমুদ

 

মেয়েটি স্ট্যাটাস দিলো ‘কাশি দিলাম’

: বাহ অসাধারণ কাশি

: কী কিউট কাশি আপনার, এই কাশিটা ভালোবাসি

: আরে পৃথিবীর সেরা কাশিটা দিলেন

: কাশি দিছেন সেইটা মাইকিং করার কী আছে?

: আমাকে না জানিয়ে কাশি দিলা?

: দুর্দান্ত লেখনী, আপনি বই লেখেন না কেন?

: কাশি দিছেন তাতে কী হইছে? এখন কি নোবেল দিবো?

: আপনার কাশিটা এত সুন্দর কেন? হাত দিয়ে যদি কাশিটা ছুঁয়ে দিতে পারতাম

: কাশিটা ভাল্লাগে নাই, বেটার লাক নেক্সট টাইম

: ছাগলমার্কা কাশি দিলেন। খুব বিশ্রি

: শুধু কাশিই দিছেন? কাশির সাথে কিছু বের হয় নাই?

: মিস করলাম, প্লিজ আমার সামনে একবার দিয়েন

: আপনার কাশিটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কাশি

: আবাল আপনি, কাশি দিছেন এইটা ফেসবুকে বলার কী আছে?

: কী বলেন? হঠাৎ করে কাশি দিলেন? অমিক্রন মে বি, সাবধানে থাকবেন

: আপনার মে বি যক্ষা, আপনার নাই আর রক্ষা

: জানি না কাশি দিলে আপনাকে কেমন লাগে… তবুও আপনি আমার ক্রাশ

: আপনার কাশির প্রেমে পড়লাম

: আপনার কাশির একটা পিক ফেসবুকে দেন

: আপ্নিও কাশি দেন? এত সুন্দরী মেয়ে কাশিও দেয় জানা ছিলো না

:  কাশি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে কী বুঝাইলেন? কাশি কি আপনি একাই দেন? আমরা দেইনি কখনও?

: কাশি দিলেন তারমানে আপনার বয়ফ্রেন্ড আছে

: কাশি দেওয়া বিয়ে হবার লক্ষন, শুভকামনা রইলো

: কাশি দেওয়ায় আপনাকে ব্লক করলাম

: প্লিজ হসপিটালে যান, আপনার বোধহয় কোভিড হইছে

: আমার জীবনে এত সুন্দর কাশি কখনও দেখি নাই

: কাশি দেয়াতে আপনার ফাঁসি হওয়া উচিত

: ভালোবাসি তোমার ওই মধুর কাশি

: আপু শেয়ার করলাম

: আনফ্রেন্ড ডান

: কেয়ার রিয়েক্ট দিলাম

: হাহা দিলাম, ডাবল হাহা দেয়ার অপশন থাকলে সেটাও দিতাম

: কাশি দিলা হঠাৎ কাহিনি কী? নতুন রিলেশন নাকি?

: কাশি দিয়েছেন সরকারের অনুমতি নিছেন?

: মুগ্ধতা রেখে গেলাম

: আপনি যতই সুন্দরী হোন, কাশি দিলে আপনাকে খুব বাজে লাগে

: আপনার সাথে সারাজীবন কাশি দিতে চাই

: আমিও কাশি দিলাম চিমটি

: কাশি দিলেন এমন টাইমে? ব্রেকাপ নাকি?

: এই পোস্টে হিডেন কোন ম্যাসেজ আছে আমি শিওর

: কাশি দিয়েই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ

: আপনার কাশির কথা শুনে আমারো খুব কাশি দিতে ইচ্ছে হচ্ছে

: আপনার হাতে হাত রেখে কাশি দিতে পারলে জীবনটা ধন্য হতো

: নতুন নতুন প্রেমে পরলে কাশি তো দেবেনই, বিয়ে করেন দ্রুত তাহলে আর কাশি আসবে না

: বুঝতে পারছি কাশি দিয়ে কারো বিয়ের প্রস্তাবে রাজী হয়েছেন

: আপনিও কাশি দেন? ওএমজি!! 

: ইয়াক থু

: একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কাশি দিতে পারে?

: নাইস কাশি, পুরাই আগুন

: আপনার এক কাশি থামিয়ে দিতে পারে যেকোনো বিশ্বযুদ্ধের মত পরিস্থিতিও

: আপনাকে বিয়ে করে বাসর রাতে খুব কাছ থেকে আপনার কাশিটা শুনতে ইচ্ছা হচ্ছে

: গরুর মত কাশি দেন কেন?  

: তারমানে আজকে থেকে আমাদের বন্ধুত্ব শেষ, কারণ ফ্রেন্ডশীপে নো স্যরি, নো থ্যাঙ্কস, নো কাশি

: এই অবেলায় তোমারি কাশিতে ভেসে যাই

: আরেকবার দেন তো সাহস থাকলে

: এই কাশিটা আমার খুব প্রিয়

: কাশি দিছেন শুধু? পাদ দেন নাই? যত্তসব ফাউল লেখা

: একটা মানুষ এতটা অসাধারণ পোস্ট কিভাবে দেয়?

: বিয়ে কবে আপু?

: শুধু কাশি দিলেই হবে না, হিজাব পরতে হবে

: বুকে তো ওড়না নাও না আবার কাশি দেও কেন?

: আলোর পথে আসো এইসব কাশি দিয়ে কি ইঙ্গিত করো বুঝিতো

: অসাধারণ লেখনী, চোখে পানি চলে আসলো

: খুবই দুঃখজনক ঘটনা

: প্রতিবাদের যখন ভাষা থাকে না তখন কাশি দিয়েই প্রতিবাদ করা উচিত

: আপনার কাশির সাথে আমি সহমত পোষণ করলাম

: একদম মনের মত একটা কাশি দিয়েছেন, অনেকদিন ধরেই এমন একটা কাশির অপেক্ষায় ছিলাম

: কিছুই বলার নেই

: জঘন্য কাশি

: কাশিটার মধ্যে কেমন যেন ষড়যন্ত্র ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি

: এভাবে সারাজীবন সুখে-শান্তিতে যেন কাশি দিতে পারেন সেই দোয়া করি

ঘণ্টাখানেক পর মেয়েটি রাগে-দুঃখে অভিমানে স্ট্যাটাস ডিলিট করে দিয়ে আরেকটা স্ট্যাটাস দিলো

 ‘ফাঁ/সি দিলাম।'

৩৯২ পঠিত ... ১৭:৩১, জানুয়ারি ১৭, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top