মেয়েরা তো এমনই হয়

৩৩৫ পঠিত ... ১৭:৪৪, নভেম্বর ২৮, ২০২৩

5 (3)

লেখা: তাজিন রহমান

শরীর ভালো নেই দেখে আপনাদের ভাইয়া বললো, ‘চিন্তা করো না। তুমি শুয়ে থাকো, রেস্ট নাও। রান্না আমিই করব।‘

আমি বলেছি, ‘না আমি খাব না, তুমি ফুডপান্ডা থেকে এনে খেয়ে ফেল।‘ কিন্তু সে রান্না করবেই আমার জন্য!

তো রাতের মেন্যু হলো ভাত, ডাল, আলু ভর্তা।

উনি আমাকে বলতেছে, ‘তুমি চালটা মেপে ধুয়ে দাও। আর বাকি সব আমিই করছি।‘ আমি করে দিলাম। একটু পর বলছে ‘ডালটা ধুয়ে বসিয়ে দাও, আমিই রান্না করছি।‘ আমি করে দিলাম।

একটু পর এসে বলছে, ‘ভাতের মাড়টা ফেলে দাও আর কয়েকটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে যাও। বাকিটা আমিই করছি, সেটাও করলাম।‘

তার একটু পর আবার বলতেছে, ‘ডালের বাগারটা দিয়ে চলে যাও, রেস্ট করো গিয়ে। রান্নায় আসবা না একদম, আমিই সব দেখছি।‘ রাগে ফাইটা ফুইটা সেটাও করলাম আর ভাবতেছি, এই ভাত ভুলেও খাব না।

এখন ভাতের টেবিলে ভাত নিয়ে ডাকতেছে আর বলতেছে, ‘কষ্ট করে রান্না করলাম, ডাকতেছি তাও খেতে আসো না। শুধু শুধুই এত রাগ করো, কী বলবো আর! মহিলা মানুষ এমনি হয় নাকি!

৩৩৫ পঠিত ... ১৭:৪৪, নভেম্বর ২৮, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top