নোবেল পুরস্কার ২০২৩: সহমত লীগের চমক

২৯৫ পঠিত ... ১৫:২৩, সেপ্টেম্বর ০৪, ২০২৩

নোবেল-পুরস্কার-২০২৩

ঢাকায় বিশিষ্ট নাগরিক লীগ, সম্পাদক লীগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক লীগের ফোনগুলো ক্রিং ক্রিং করে বেজে ওঠে। নোবেল পুরস্কার জুরিদের ফোন।

২০২৩ সালের নোবেল পুরস্কারের প্রতিটি শাখায় এবার মনোনয়ন পেয়েছেন সহমত লীগ।

আওয়ামী লীগ বিএনপির সভাসমিতির বিপরীতে শান্তি সম্মেলন করে জিতে নিয়েছে নোবেল শান্তি পুরস্কার। মাদার অফ হিউম্যানিটি ও শান্তি কমিটি লীগ যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত। বাংলাদেশে মাত্র পনের বছরে শত বছরের শান্তি প্রতিষ্ঠাতা তাঁর যে কোন বিকল্প নেই, এই পুরস্কার তারই স্বীকৃতি যেন।

বিশিষ্ট নাগরিক লীগ তেলান্জলির রস সূত্রের জন্য জিতে নিয়েছেন রসায়নে নোবেল। কীভাবে চেটে চার্টার বিমানে চড়ে দেশে দেশে রসালো সম্বর্ধনা রস সঞ্চালন করতে হয়। কী করে সেই বিক্রিয়ায় ভাবমূর্তি যায় রসাতলে; ধন্বন্তরী এই রাসায়নিক প্রক্রিয়া। রঙ্গভবনের ‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’ আসরে তেলাঞ্জলিকে প্লট-পদক-পদবীতে রুপান্তরের ভৌত রসায়নের প্রায়োগিক বাস্তবতা তেলাঞ্জলির রসসূত্রকে দিয়েছে অপার সম্ভাবনা।

রডের পরিবর্তে বাঁশ প্রযুক্তির জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন ইন্জিনিয়ার ও ঠিকাদার লীগ। তাছাডা যে নির্মাণে ভারত পাকিস্তানে একটাকা ব্যয় হয়, একই নির্মাণে পাঁচটাকা খরচ হয় বাংলাদেশে। নির্মাণ ব্যয়ের জ্যামিতিক হার সূত্রটি পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় উদ্ভাবন। কৃষিবিজ্ঞান ও মহাকাশ-পদার্থবিদ্যার সম্মিলন এই উদ্ভাবনের পার্শ্ব সংযোজন হিসেবে বিবেচনা করেছেন নোবেল জুরিবৃন্দ।

ক্রসফায়ার ও গুমের মাধ্যমে অপরাধের কেমো থেরাপির সহযোগে একদলীয় কোষ বাঁচানোর বিরল চিকিত্সা বিদ্যা উদ্ভাবনের জন্য এলিট ফোর্স লীগ ও পুলিশ লীগ পেয়েছেন চিকিত্সা বিমানে এ বছরের নোবেল পুরস্কার। ক্রসফায়ার ও গুমকে নিয়ত সমর্থন দিয়ে নার্সিং-এর সুকৃতির জন্য ১৭১  বিশিষ্ট নাগরিক লীগ এ পুরস্কারের ভাগ পাচ্ছেন।

অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কারের অবিসংবাদিত বিজয়ী অর্থনীতিবিদ লোটাস। মখা আলমগীর ও এস আলমের ব্যাংক ভক্ষণ, ঋষি দরবেশের শেয়ার বাজার জাদু সূত্র, দ্রুত তম ধনীর ধারাপাত তথা শুয়োরের বাচ্চার অর্থনীতিকে দ্রুত ধনী হবার নৈয়ায়িক সূত্রে রুপান্তরের অভিজ্ঞান এ পুরস্কার। শ্রমশোষণের মাধ্যমে ইঁদুর গার্মেন্টস মালিক দশ বছরে হোয়াইট টাইগার হবার দৃষ্টান্ত পৃথিবীতে এই প্রথম। এসব ব্যাপারে নীরব থেকে ইউনুসের শ্রমশোষণ নিয়ে গবেষণামূলক বিবৃতি লেখার জন্য আটশো বিশ্ববিদ্যালয় শিক্ষক লীগ পাচ্ছেন এ পুরস্কারের অর্ধেক ভাগ।

সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৫০ সম্পাদক, তাদের জাদু বাস্তবতার উপন্যাস, ‘তিনিই পারেন তিনিই পারবেন’-এর জন্য। শাক দিয়ে মাছ ঢাকার কলাকৈবল্য, পদ্মা সেতুর নয়নাভিরাম সৌন্দর্য, মেট্রোরেলের গতিময়তা, হাতির ঝিলে আলোর নাচন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বপ্নের উড্ডয়ন, ছাত্রলীগ মহাকাশ দাপিয়ে বেড়ানো, ভোটসমনিয়ার রাতে শতভাগ ভোটের চিত্রকল্প, উন্নয়নের ঠাসবুননে লেখা এই উপন্যাস একদিকে মার্কেজের জাদু বাস্তবতা অন্যদিকে অরওয়েলের ডেস্টোপিয়ার সোনালি মিশেল যেন।

এ বছর নোবেল পুরস্কারের প্রতিটি শাখায় লীগের কৃতি মানুষেরা মনোনীত হওয়ায় ছাত্রলীগ তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছে, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে আমাদের অবদানই সর্বোচ্চ।

ফেসবুক লীগ বলেছে, রসায়নে নোবেল পুরস্কারের ক্ষেত্রে আমাদের তেলান্জলি ও গালাগালের বারোরকম বিক্রিয়া প্রণিধানযোগ্য।

সেন্টার ফর রুথলেস ইন্টেলিজেন্স তাদের আয়নাঘর উপন্যাসটি পুরস্কারের জন্য বিবেচিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে।

আমলা লীগ আনন্দ প্রকাশ করে বলেছে, ‘প্রতিটি পুরস্কারের পেছনে আমাদের যে অবদান জাতি নিশ্চয়ই তা স্মরণ করবে আমৃত্যু।‘

(ছবিতে নোবেল পুরস্কার মনোনয়নকারী জুরিবৃন্দ)

373512921_10230245734983688_902319657703352345_n

২৯৫ পঠিত ... ১৫:২৩, সেপ্টেম্বর ০৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top