খোঁজ দ্য কন্টেক্সট; চট্টগ্রামে কিছু হলেই কেন রিয়াজকে নিয়ে ট্রল করা হয়

৪৪১ পঠিত ... ১৬:৪৬, আগস্ট ১২, ২০২৩

Riyaz (2)

চট্টগ্রামে চুন থেকে পান খসতে পারে না ট্রলের শিকার হয়ে যান আমাদের সবার প্রিয় নায়ক রিয়াজ! কেন তাকে নিয়ে ট্রল করা হয়? কার কী ক্ষতি করেছেন এই নিরীহ মানুষ? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আমাদের আজকের দিনের গবেষণা পর্ব। তবে, নিজের সেটিস্ফেকশনের জন্য আগে আগেই রিয়াজকে নিয়ে হওয়া যেকোনো একটা ট্রল নিজের টাইমলাইনে পোস্ট করে আসুন, নাহয় পরে আফসোস করবেন এই ট্রেন্ডে অংশ না নিতে পারার জন্য।

রিয়াজ সাহেব খুবই সাদাসিধা এক কথার মানুষ। তিনি চট্টগ্রামের মানুষকেও তারমতো সাদাসিধা ভেবে দুটি মনের কথা বলেছিলেন। জানুয়ারি মাসের ২৪ তারিখ রোজ রোববার, রিয়াজ, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, সাব্বির ও সায়মন সাদিক তারা সবাই মিলে চট্টগ্রামে যান।

চট্টগ্রাম গিয়েছিলেন তাদের প্রিয় ভাই, প্রিয় অভিভাবক রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোট প্রচারণা করতে। এই ভোট প্রচারণাকালীন সময়ে আমাদের প্রিয় চিত্রনায়ক রিয়াজ আমাদের বিশ্বাস করে দুটো কথা বলেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে; চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।’

শুধুমাত্র এই দুইটা সত্য কথা বলার জন্য মানুষটা আজ এত ট্রলের শিকার হচ্ছেন। আমরা ভালো কথার দাম দিতে জানি না তার প্রমাণ স্বয়ং রিয়াজ!

৪৪১ পঠিত ... ১৬:৪৬, আগস্ট ১২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top