শীতে একবার গোসল করলে ১৫ দিন ওয়ারেন্টির দাবি

২৯০ পঠিত ... ১৬:১৬, ডিসেম্বর ২২, ২০২২

শীতে-একবার-গোসল-করলে-১৫-দিন-ওয়ারেন্টির-দাবি

শীতকালকে সামনে রেখে শীতপ্রেমীরা নিয়ে আসছেন নানান রকম দাবি। সম্প্রতি গোসলের ওয়ারেন্টি চেয়েও দাবি তুলেছেন শীতকে মন থেকে ভালোবাসা এই মানুষগুলো। মাত্র ১ দিন গোসল করলে ১৫ দিন সেই গোসলের ওয়ারেন্টি চান তারা। মানে ১৫ দিন গোসল না করলেও কেউ তাদের কিছু বলতে পারবে না।

নিজেদের এই গোসলের দাবি নিয়ে ’১৫ দিনে একদিন গায়ে পানি দিন’মুভমেন্টের সভাপতি জানালেন, ‘সবাই একদিন ভালোমত গোসল করে নিলেই কিন্তু হয়ে যায়। প্রয়োজন হলে ঠাণ্ডা পানি দিয়েই গোসলটা করবে। এরপর কিন্তু আর ১৫ দিন গোসল না করলেও চলার কথা।‘

এই সময় তিনি কিছুটা হুঙ্কার দিয়েই বলেন, ‘পোলাপান যে ১৫ দিনে গোসল করতে রাজি হইছে এই তো অনেক! ওরা তো চাইলে পুরো সিজনও গোসল না করে থাকতে পারবো।‘

সংগঠনটির সহসভাপতি বলেন, ‘এমন তো না যে, এই ১৫ দিন আমরা একেবারেই পানি আশপাশে যাবো না। আমরা যাবো। দুই-তিন দিন পর একবার হাত হাত্মুখ ধুইতে যাবো। প্রয়োজনে তায়াম্মুম গোসল করবো।‘  

একদিন গোসলের দাবির পাশাপাশি আশেপাশের মানুষদের জন্যও কিছু সাপ্লিমেন্টারি দাবির কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দাবি তুলেছি ঠিক আছে কিন্তু এই সংঘটনের সবার সাথে সাথে সাধারণ জনগনকেও এটা মেনে নিতে হবে। বন্ধু-বান্ধবের সাথে দেখা হলেই বলতে পারবে না, ‘কীরে, কয়দিন গোসল করিস না?’ আব্বা-আম্মা সকালে ঘুমের মধ্যে চিল্লায়ে শুনাতে পারবে না, ‘কুত্তার বাচ্চা, গোসল করিস না আজ ১৫ দিন।‘ 

তরুণদের এই দাবি নিয়ে একজন মুরব্বির থেকে জানতে চাইলে তিনিও জানালেন, ‘আমাদের সময় এমন কিছু মাথায় আসে নাই। আসলে আমরাও করতাম! ওদের যেহেতু আসছে আমি সাধুবাদ জানাই। এটা আসলেই দরকার।‘

২৯০ পঠিত ... ১৬:১৬, ডিসেম্বর ২২, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top