দুর্নীতিবাজদের বিদেশ নিয়ে যাওয়ার জন্য আদম ব্যবসা শুরু করবেন বেনজীর

১৫১ পঠিত ... ১৬:৫৯, জুন ০১, ২০২৪

66e79143-ec57-4a30-9753-a719e7cb7f01

হাজার কোটি টাকার দুর্নীতি করে দেশের সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত নাম পুলিশের সাবেক ডিআইজি বেনজীর আহমেদ। সরকারের পক্ষ থেকে ‘অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়’ বাণীর পর জানা গেছে, দেশে নেই বেনজীর আহমেদ। চলে গেছেন বিদেশ।

এদিকে ভিন্ন এক খবরে জানা গেছে, বিদেশ গিয়ে নতুন করে আদম ব্যবসা শুরু করছেন বেনজীর আহমেদ। মূলত দেশ থেকে দুর্নীতিবাজদের বিদেশে নিয়ে যাবেন তিনি।

নিজের এই নতুন স্টার্টআপ সম্পর্কে জানাতে গিয়ে বেনজীর নিজের ফেক আইডি থেকে বলেন, আমি তো ওত স্বার্থপর না যে শুধু নিজেই দেশ থেকে বিদেশ এসে বসবাস শুরু করব। আমি একজন দেশপ্রেমিক মানুষ, শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। দেশে অবস্থিত আমাদের বাকি দুর্নীতিবাজ ভাইদের প্রতি এটি আমার কর্তব্য। সেজন্যই এই নতুন স্টার্টআপ।

একটি ভুয়া সূত্র থেকে জানা গেছে, ইতোমধ্যে সাম্প্রতিক দুর্নীতির দায়ে আলোচিত অতিরিক্ত ডিআইজি শিমুলকে প্রথম ভিসা দেবেন তিনি।

তবে দেশের অভ্যন্তরে অন্য একটা সূত্র জানিয়েছে আরও একটি ভুয়া খবর। তারা বলছেন, দুর্নীতিবাজরা যেহেতু এই দেশ থেকে সহজেই বের হতে পারছেন সেখানে বেনজীরের এই স্টার্টআপ মনে হয় না খুব একটা কাজে দেবে। তাছাড়া দেশে তো আমাদের এমন অ্যাজেন্সি কম নাই।

তবে এইসব সমালোচনায় কান না দিয়ে বেনজীর এগিয়ে যাবেন নিজের পথে। দুর্নীতিবাজদের অভয় দিয়ে তিনি বলেন, আপনারা কাউকে ভয় পাবেন না। দুর্নীতি করে যান। আমি আছি। সেইফ এক্সিটের দায়িত্ব আমার।

১৫১ পঠিত ... ১৬:৫৯, জুন ০১, ২০২৪

Top