আসছে কালো টাকা সাদা করার উপায় নিয়ে ওয়েবিনার, শেখাবেন উগান্ডান ইউসিএস ক্যাডার

১৫০ পঠিত ... ১৭:৩৪, জুলাই ০৯, ২০২৪

14

নানান বিষয় নিয়ে ওয়েববিনার থাকলেও, এখন পর্যন্ত কালো টাকা সাদা করার উপায় নিয়ে কোনো ওয়েবিনার ছিল না। ওয়েবিনার লাভারদের সেই দুঃখ ঘোচাতে, এবার আসছে এই বিষয়ের উপরেও ওয়েবিনার। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন, অক্সফোর্ড গ্র্যাজুয়েট উগান্ডান ইউসিএস ক্যাডার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্ল্যাক মানি স্টাডিজের উপরে এমএ করা ক্যাডারের এই ওয়েবিনার করতে হলে, সেশন প্রতি গুণতে হবে ৪২০ ডলার এবং পেমেন্টও ব্ল্যাক মানিতেই করতে হবে।  

তবে নিজের ওয়েবিনারে সব রেখে এই বিষয়কেই বেছে নেওয়ার কারণ জানতে চাইলে ভাইটি আমাদের বলেন, উগান্ডান অর্থনীতিতে ব্ল্যাক মানির অবদান অন্য যেকোনো খাতের চেয়ে সবচেয়ে বেশি। ভবিষ্যতে এদেশের পুরো অর্থনীতিই এর উপরে নির্ভরশীল হতে যাচ্ছে। তাই আগেভাগেই ঝোপ বুঝে একটা সুপারকোপ মেরে দিতে চাচ্ছি। উগান্ডান দূর্নীতবাজদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা দলে দলে এই ওয়েবিনারে যোগ দিন আর নিজের জীবন সহজ করুন। এই ৪২০টি টাকা আপনার জীবনকেই পাল্টে দেবে। বনখেকো কিংবা প্রশ্নফাঁসকারী অথবা টেন্ডারবাজ, আপনি যে ধরনের দূর্নীতিবাজই হন না কেন, আপনার টাকার কালো পাহাড় এবার সাদা হবেই! একবার আমাকে বিশ্বাস করেই দেখুন। ওয়েবিনার করে সন্তুষ্ট হতে না পারলে আমাকে বরাহ শাবক বলে একটা গালি দিয়ে দিয়েন কোনো সমস্যা নাই।

১৫০ পঠিত ... ১৭:৩৪, জুলাই ০৯, ২০২৪

Top