রিলিজের পরপরই বাংলাদেশি দুর্নীতিবাজদের পছন্দের তালিকায় হিন্দি গান Tauba Tauba

১৫৫ পঠিত ... ১৭:৩২, জুলাই ০৯, ২০২৪

13

সম্প্রতি রিলিজ হওয়া ভিকি কৌশালের গান, তওবা তওবা শোনার পর থেকেই উগান্ডার দুর্নীতিবাজদের পছন্দের তালিকায় উঠে এসেছে এই গান। এক সম্পূর্ণ ভুয়া তথ্যের মাধ্যমে জানা গিয়েছে, দিনরাত এক করে উগান্ডার সব দুর্নীতিবাজ শুনছেন এই তওবা তওবা গান। শুধু শুনছেন বললেও এখানে সামান্য ভুল হবে। জানা গিয়েছে, শোনার পাশাপাশি নিজেরাও গাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দুর্নীতিবাজের বাসায় গেলে দেখা গেল, স্পিকারে ফুল সাউন্ডে তওবা তওবা গান বাজছে। তওবা তওবা গান শোনার পেছনের সাইন্স জানতে চাইলে তিনি আমাদের জানালেন, তওবা তওবা গান আমার জীবন সহজ করার জন্য এসেছে। এতগুলো বছর ধরে দুর্নীতি করে চলেছি, দুর্নীতিবাজ হলেও তো আমরা আসলে মানুষ। আমাদেরও গিল্ট ফিল কাজ করে! এটা কোনোভাবেই কাটাতে পারছিলাম না। কিন্তু, তওবা তওবা গান শোনার পর কেমন জানি শান্তি কাজ করে, নিজেকে আর গিলটি লাগে না। আগে তো গিল্ট ফিল নিয়ে রাতে ঘুমাইতেই পারতাম না। অথচ এখন একবার তওবা তওবা গান শুনলেই রাতে ঘুম চলে আসছে। এই গানটা আমি জানি শুধু আমার না, আমার মতো হাজারও দুর্নীতিবাজের শান্তির গান।

গানের এমন ব্যবহার সম্পর্কে ভিকি কৌশালের মতামত জানতে চাইলে, নিজের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিকি আমাদের ট্যাগ করে স্টোরি দিয়ে জানালেন, আমার পারপাস সার্ভ হয়ে গিয়েছে। আমি আসলে এই গান লেখার সময়ই উগান্ডার বাবাদের থুক্কু দুর্নীতিবাজদের মাথায় রেখে লিখেছিলাম। একটু সন্দেহ হচ্ছিল, উনারা দুর্নীতি রেখে আমার গানের দিকে নজর দেওয়ার সময় পাবেন কি না। কিন্তু, আমি পুরোপুরি সাকসেসফুল। আমার পরবর্তী গানও এই কনসেপ্টেই আনার ইচ্ছা।

 

 

 

 

১৫৫ পঠিত ... ১৭:৩২, জুলাই ০৯, ২০২৪

Top