রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অসহায় বাংলাদেশের লেবু ব্যবসায়ীরা, মূল্য রাখতে হচ্ছে মগডালে

৩১৩ পঠিত ... ১৪:৪৯, মার্চ ২৫, ২০২৩

 

Lebuলেবুর দাম এবার আকাশ ছোঁয়া। আগে যেখানে ২০ টাকা হলে অন্তত ৮টি লেবু কেনা যেত, এখন কিনতে হচ্ছে ২০ টাকায় এক পিস লেবু! হঠাৎ লেবু নিয়ে এমন বাড়াবাড়ি কেন? কে খাচ্ছে এতো লেবু? এমন প্রশ্ন তুললে এক ভূয়া গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এই অবস্থা! একপ্রকার অসহায় হয়েই লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন লেবু ব্যবসায়ীরা।

এমনই এক লেবু ব্যবসায়ীর থেকে এমন উদ্ভট যুক্তির পেছনের কারণ জানতে চাইলে তিনি আমাদের বললেন, ‘রাশিয়া-ইউক্রেনে যে যুদ্ধ হইতাছে আপনারা কি ভাবতাছেন হাতেগোনা কয়েকজন যুদ্ধ করতাছে? না! ওখানে ঝাঁকে-ঝাঁকে সৈন্যরা যুদ্ধ করতাছে! খালি যুদ্ধ না, এরা প্রতি ২ মিনিট অন্তর অন্তর খাইতাছে লেবুর শরবত। এত লেবুর শরবত খাইলে তো লেবুর ফলন বাড়াইতে হইবো। আর ফলন বাড়াইলে তো দামও বাড়বোই!’

এরকম বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যতদিন চলবে, ততদিনই বাড়তে থাকবে লেবুর দাম। ২০ টাকা থেকে ১০০ টাকা অবধি যাওয়ার সম্ভাবনা আছে লেবুর পিস।

এমন দামবৃদ্ধিতে ঝামেলায় পড়েছেন উগাণ্ডা দেশের কিছু মানুষ। কোনো ব্যবস্থা নিতে না পেরে এবার তারা লেবুর বিকল্পের জন্য আপিল করবেন ভাবছেন! কিন্তু কার কাছে করবেন এই আপিল? কে দেখবে, এই লেবুর সংকট?

৩১৩ পঠিত ... ১৪:৪৯, মার্চ ২৫, ২০২৩

Top