ভারতের বিপক্ষের বাংলাদেশ ফেসবুক আর্মিদের 'বিদেশি-বন্ধু পদক' দিচ্ছে চীন

২১৮১ পঠিত ... ১৫:৪৮, জুন ১৮, ২০২০

লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় জওয়ানদের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে এ ঘটনার পর দুদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিবর্তে বিশ্ববাসীর নজর কেড়ে নিয়েছে চীনের প্রতি বাংলাদেশ ফেসবুক আর্মির সমর্থন। বাংলাদেশ ফেসবুক আর্মির আকুন্ঠ সমর্থন চীনকে সাহস যোগানোর পাশাপাশি ভারতকে করেছে ভীত ও বিশ্ববাসীকে অবাক।

চীনের প্রতি এমন সমর্থনের প্রতিধান স্বরূপ চীন সরকার বাংলাদেশ ফেসবুক আর্মির (বিফা) সকল সদস্যকে বিদেশি-বন্ধু পদক দেয়ার সিদ্ধান্তও নিয়েছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধন্যবাদ জ্ঞাপন সভায় জানানো হয়, 'আমরা অনেক আগে থেকে লাদাখে সেনাঘাঁটি করেছিলাম। কিন্তু ভারতকে আক্রমণ করার সাহস পাচ্ছিলাম না। বাংলাদেশ ফেসবুক আর্মির অনুপ্রেরণাই ফাইনালি আমাদেরকে আক্রমণ করার মোটিভেশন যুগিয়েছে।'

বাংলাদেশকে 'ল্যান্ড অব মোটিভেশন' আখ্যা দিয়ে চীনের পক্ষ থেকে আরো বলা হয়, 'যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন খবরের নিচে বিফার সদস্যদের 'ভারতকে উড়িয়ে দাও, এগিয়ে যাও চায়না, ভারত ভয় পাইছে, খেলা হবে' ইত্যাদি অসংখ্য মোটিভেশনাল কমেন্টের পর আমরা নিজেদের কোনভাবেই ধরে রাখতে পারিনি। আর ফলাফল তো দেখলেনই! উই আর উইন উইথআউট আ সিঙ্গেল ক্যাজুয়াল্টি।' নিজেদের এই জয়কে বিফাকে উৎসর্গও করে চীন।

বাংলাদেশ ফেসবুক আর্মির এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিশ্বের নানান দেশ 'প্রি-বিদেশিবন্ধু' পদক দিয়ে হলেও বিফাকে পাশে রাখার আশাব্যক্ত করে। রাশিয়া, জাপান, কোরিয়া, ইরাক, ইরান হাই স্পিড ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধার পাশাপাশি বিফার সব সদস্যকে সাইবার ওয়ার মোটিভেশন স্টেশন দেয়ার প্রস্তাব দেয়।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিফাকে চেয়েছেন টুইটারে। প্রয়োজনে নিজের টুইটার আইডি পাসওয়ার্ডও বিফার তত্ত্বাবধানে দিবেন বলে জানান তিনি।

অন্যদিকে নিজেদের শক্তিশালী করতে ভারতও ছুটছে বাংলাদেশ ফেসবুক আর্মির পেছনে। ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' ইতোমধ্যে বিফার একাংশকে নিজেদের সমর্থনে নিতে পারার দাবি করেছে। এছাড়াও ফেসবুক আর্মিতে যোগ দিতে ইচ্ছুকদের উপরও নজর রাখা হচ্ছে।

২১৮১ পঠিত ... ১৫:৪৮, জুন ১৮, ২০২০

Top