ইংকটোবারের ৩০ দিনে আর্টিস্ট আঁকলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় সব চরিত্র

৩৩৬৪ পঠিত ... ১৩:১৯, নভেম্বর ০১, ২০১৮

ইংকটোবার! শব্দটার সাথে এতদিনে হয়ত আপনি পরিচিত হয়ে গেছেন। যদি জানা না থাকে তবে জেনে নেয়া ভালো, ইংকটোবারের শুরুটা হয়েছিল ব্রিটিশ আর্টিস্ট জেইক পার্কারের হাত ধরে। ২০০৯ সাল থেকে তিনি অক্টোবর মাসে কালি আর তুলি দিয়ে টানা ৩১ দিনে ৩১টা ছবি আঁকার চ্যালেঞ্জ শুরু করেছিলেন, নিজের দক্ষতা বাড়ানোর জন্যই। এই চ্যালেঞ্জের সহজ সরল নিয়ম মাত্র তিনটা – কালি, তুলি, কলম ইত্যাদি দিয়ে ছবি আঁকা, সেটার ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইংকটোবার অর্থাৎ #inktober জুড়ে দিয়ে পোস্ট করা। 

আমাদের দেশেও কার্টুনিস্ট এবং আর্টিস্টরা ইংকটোবারে নির্দিষ্ট কোন থিমের উপর ভিত্তি করে এঁকে চলেন মাসজুড়ে। আর্টিস্ট হিরক ইসলাম ২০১৮ ইংকটোবারকে বেছে নিয়েছিলেন বাংলা সাহিত্যের অসাধারণ সব চরিত্রের ছবি এঁকে ফেলতে। সবগুলো চরিত্রই আমাদের চেনাজানা। মিসির আলী, দেবদাস, হীরক রাজা থেকে শুরু করে তিন গোয়েন্দা, মাসুদ রানা, এমনকি মাজেদা খালার ছবিও এঁকেছেন তিনি। সদ্য গত হওয়া ইংকটোবারে হিরক ইসলামের করা এই চমৎকার কাজগুলো আজ থাকছে eআরকির পাঠকদের জন্য।

  

#Day 01 : মিসির আলি

 

#Day 02 : বাকের ভাই

 

#Day 03 : হিমু

 

#Day 04 : রূপা

#Day 05 : শুভ্র

 

#Day 06 : মাজেদা খালা

 

#Day 07 : নীলু

 

#Day 08 : রানু

 

#Day 09 : হৈমন্তী

 

#Day 10 : বিনোদিনী

 

#Day 11 : ফটিক

 

#Day 12 : কাবুলিওয়ালা

 

#Day 13 : সুভা

 

#Day 14 : মৃণাল (স্ত্রীর পত্র)

 

#Day 15 : ফেলুদা

 

#Day 16 : ব্যোমকেশ বক্সী

 

#Day 17 : কাকাবাবু

 

#Day 18 : তিন গোয়েন্দা

 

 

#Day 19 : বনলতা সেন

 

#Day 20 : অপু-দুর্গা


#Day 21 : গুপি গাইন বাঘা গাইন

 

#Day 22 : হীরক রাজা

 

#Day 23 : মাসুদ রানা

 

#Day 24 : কুবের কপিলা

 

#Day 25 : দীপাবলি (সাতকাহন)

 

#Day 26 : মন্তু ও টুনি (হাজার বছর ধরে)

 

#Day 27 : মহেশ

 

#Day 28 : বিরাজ বৌ

 

#Day 29 : চন্দ্রমুখী

#Day 30 : দেবদাস-পার্বতী

৩৩৬৪ পঠিত ... ১৩:১৯, নভেম্বর ০১, ২০১৮

Top