বাইকারদের জন্য ফুটপাথে ট্রাফিক পুলিশ দেয়ার দাবি

১১৩ পঠিত ... ১৭:৫৪, ফেব্রুয়ারি ০৬, ২০২৪

421974067_342257818798169_6918353500157365512_n

রাস্তার বিভিন্ন মোড়ে, তিন রাস্তা, চার রাস্তা, এমনকি অনেক এক রাস্তার মাথায়ও থাকেন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় দেয়া থাকে সিগন্যাল, যা দেখলে আমরা বুঝতে পারি কখন কোনদিকের যানবাহন যাবে আর কোনদিকেরগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখবে। তবে, এবার সাধারণ জনগণ তুলেছেন আরেক দাবি! রাস্তার পাশাপাশি তারা ফুটপাথেও চান ট্রাফিক পুলিশ! তবে, নিজেদের জন্য না, বাইকারদের জন্য।

এ বিষয়ে কথা বললে একজনের মাধ্যমে জানা গেল, ‘বাইকগুলো তো আর রাস্তা দিয়ে চলে না, তাহলে রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে কী লাভ? বাইক চলে ফুটপাথে। রাস্তায় একটু জ্যাম লাগলেই, একটু সিগন্যাল দিলেই, সব বাইকার চলে আসেন ফুটপাথে! তারপর জ্যাম লাগে মানুষে আর বাইকে। মানুষের আর বাইকের এই জ্যাম না লাগানোর জন্যই ফুটপাথে ট্রাফিক লাগবে।‘

ফুটপাথে ট্রাফিক আনা প্রসঙ্গে এক বাইকার বললেন, ‘আনা যায়। এতে আমাদেরও সুবিধা হবে আসলে, আমরা বুঝব কোনপাশ দিয়ে উঠলে কোনপাশ দিয়ে নামতে পারব। এখন তো এমন হয়, উঠি ঠিকই কিন্তু নামার সময় দেখি জায়গা নাই! তখন বাইক থেকে নেমে ধরে ধরে নামাইতে হয়। তবে সবথেকে ভালো হয় যদি বাইক চালানোর জন্য আলাদা একটা ফুটপাথ করে দেয়া যায়। তাহলে জ্যাম বা সিগন্যাল পড়লে আমরা ফুটপাথে বাইক চালাইলাম আর মানুষ মানুষের ফুটপাথে হাঁটলো!’

১১৩ পঠিত ... ১৭:৫৪, ফেব্রুয়ারি ০৬, ২০২৪

Top