গতকাল সুইজারল্যান্ড প্রবাসী পেজ থেকে কর্পোরেট টাইকুন তানভীর সুলতান এমবিএকে নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে। পোস্টটি করেছেন সুইজারল্যান্ড প্রবাসী জাকারিয়া এম চৌধুরী। পোস্টটিতে তিনি দাবি করেন, তানভীর সুলতান এমবিএ তার ভাতিজা, সে কিছুদিন আগে সুইজারল্যান্ড গিয়েছে। কিন্তু কোনো কাজ না পেয়ে ডাজবিন পরিষ্কারের কাজ নেয়। সেখানেও ভালো কিছু করতে না পেরে অবশেষে তানভীর সুলতান দেশে ফিরে আসেন।
তানভীর সুলতান এমবিএকে এভাবে কটাক্ষ করায় জাকারিয়া এম চৌধুরীর কঠোর সমালোচনা করেছেন কামরুজ্জামান কামরুজ্জামান। জাকারিয়া এম চৌধুরীর এই গল্পকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
তিনি মনে করেন, তানভীর সুলতান এমবিএর মতো একজন কর্পোরেট টাইকুনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই জাকারিয়া এমন পোস্ট দিয়েছে।
কামরুজ্জামান বলেন, ‘তানভীর সুলতান আমারও ভাতিজা। ও সুইজারল্যান্ডে এসেছে এটা সত্য। কিন্তু শুধুমাত্র বরাফের উপর স্লাইড খেলার জন্যই তানভীর আমার নিমন্ত্রণে সুইজারল্যান্ডে আসে। পূর্ব অভ্যাস অনুযায়ী জাকারিয়া তানভীরের কাছে ছাদা দাবি করে। কিন্তু তানভীর দিতে অস্বীকৃতি জানায়। তানভীরের প্রত্যাখ্যানের শিকার হয়ে জাকারিয়া এই ধরণের অপ্রচার চালাচ্ছে।‘
এই ঘটনার পর থেকে জাকারিয়া তানভীরের নামে এমন অপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছেন কামরুজ্জামান। এই উদ্দেশ্যে জাকারিয়া এম চৌধুরীর বিরুদ্ধে একটি বিবৃতিও দিয়েছেন কামরুজ্জামান কামরুজ্জামান। সেখানে স্বাক্ষর করেছেন গোলাপ মাহবুব ও ওসমান গণিও।