বনানীর ১৮ নম্বর সড়কে বাসা ভাড়া নিতে বিশ্ব রাজনীতিবিদদের লম্বা লাইন।

৩২৩ পঠিত ... ১৬:৩৬, জুন ০৭, ২০২৩

18-no-roadthumb

সারাদেশ লোডশেডিঙে অচল হয়ে পড়লেও ব্যতিক্রম বনানীর ১৮ নম্বর রোড। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টার বাড়ি এই সড়কে হওয়ায় লোডশেডিঙের দেখা পাওয়া যাচ্ছে না এখানে। তাই বনানীর ১৮ নম্বর সড়কে বাসা ভাড়া পেতে লম্বা লাইন দিতে শুরু করেছেন বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরা। জানা যায়, জো বাইডেন থেকে শুরু করে কিম জং উন এমনকি পুতিনদের মতো লোকরাও লাইনে দাঁড়াচ্ছেন।

অন্য কারও বক্তব্য না পাওয়া গেলেও গণতন্ত্রের মানসপুত্র কিম জং উন আমাদের বলেন, ‘ভাইরে ভাই আপনাদের দেশের মতো আমাদের দেশেও গত কয়েকদিন ধরেই চরম লোডশেডিং চলছে। দেশের কোনো জায়গাতেই কারেন্টের দেখা পাচ্ছিলাম না, অবশেষে আপনাদের বনানীর এই এলাকার খবর শুনে মনে কিছুটা স্বস্তি এসেছে। আশা করছি একটা দুইবেডের ফ্ল্যাট অন্তত পেয়ে যাবো, টাকা নিয়ে চিন্তা নেই কিন্তু কারেন্ট যাতে না যায়।‘

অন্যদিকে রাজনীতিবিদদের পাশাপাশি অনেক সেলিব্রেটিদেরও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র আমাদের বলেন, ‘লোডশেডিঙের জন্য আমার আয়রন ম্যানের স্যুট ঠিকঠাক চার্জ দিতে পারছিলাম না। আমার তো ব্যবসায় লালবাত্তি জ্বলে যাচ্ছিলো, এই রোডে একটা বাসা পেলে খুব উপকার হবে!’

৩২৩ পঠিত ... ১৬:৩৬, জুন ০৭, ২০২৩

Top