ঢাকায় মিনি আমেরিকা বানানোর প্রস্তাব রাজনীতিবিদ ও আমলাদের

১৮৩ পঠিত ... ১৬:২৯, মে ২৫, ২০২৩

ঢাকায়-মিনি

বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে দেয়া হবে না আমেরিকার ভিসা। এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। (তথ্যসূত্র: বিবিসি বাংলা) ব্লিংকেন এর এমন ঘোষণার পর নিজেদের একটি সম্মিলিত ফেক আইডি থেকে ঢাকায় একটি মিনি আমেরিকা বানানোর প্রস্তাব দিয়েছেন রাজনীতিবিদ ও আমলারা। 

হুট করে আমেরিকার এমন ঘোষণায় কিছুটা বিচলিত দেখা গিয়েছে দেশের আপামর রাজনীতিবিদ, আমলা ও অন্যান্য সংস্থার লোকদের। স্যাটেলাইট থেকে পাওয়া এক ছবি মারফত স্পষ্টভাবে চিন্তার ভাঁজ পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছেন সম্পূর্ণ অবিশ্বস্ত একটি সূত্র। 

আমেরিকার নতুন ভিসা পলিসির সমালোচনা করে এক রাজনীতিবিদ নিজের ফেক আইডি থেকে বলেন, ‘আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে ওদের এতো মাথাব্যথা কেন? মাথাব্যথা যদি থাকেও টাফনিল খাক। বাম লাগাইতে পারে। কাউকে দিয়ে মাথা মাসাজও করিয়ে নিতে পারে। নিষেধাজ্ঞা কেন দিতে হবে?’

এই সময়ের আমেরিকান প্রশাসনের উদ্দেশ্যে এই রাজনীতিবিদ বলেন, ‘প্লিজ, ভিসার সাথে নির্বাচন মেলাবেন না।‘

ঢাকায় নতুন মিনি আমেরিকা বানানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে গিয়ে অন্য এক রাজনীতিবিদ বলেন, ‘আমেরিকার এমন মাস্টারি বন্ধ করার জন্য আমাদের নিজস্ব একটা আমেরিকার দরকার আছে। এই আমেরিকা থাকবে আমাদের। আমরাই এই আমেরিকার ভিসা দিবো। এরপর দেখবো, ওরা কীভাবে আমাদের আমেরিকার ভিসা বন্ধ করে।‘

প্রয়োজনে ঢাকার পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে আমেরিকা বানিয়ে আমেরিকান সরকারকে উচিৎ জবাব দেয়া উচিৎ বলে মনে করেন এই রাজনীতিবিদ।  

১৮৩ পঠিত ... ১৬:২৯, মে ২৫, ২০২৩

Top