এই গরমে সুশীলদের পাশে দাঁড়ালেন ফজলে নূর তাপস

২৫০ পঠিত ... ১৭:২৪, মে ২৪, ২০২৩

Sushilder-pashe

একটু ভিন্ন রকমভাবে সুশীলদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। গত রবিবার এক সভায় তিনি বলেন, ‘যেসকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন, সেসকল সুশীলদেরকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গার নদীর কালো পানিতে ছেড়ে দেবো।‘

বিষয়টি নিয়ে বেশ খুশি দেখা গিয়েছে দেশের সুশীল সমাজের মানুষরা। এই গরমের দিনে এমন সুযোগ এনে দেয়ার জন্য নিজেদের সম্মিলিত ফেক আইডি থেকে মেয়রকে ধন্যবাদও দিয়েছেন সুশীলরা। গোসলের ব্যবস্থা করায় মেয়রের প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এক সুশীল সম্মিলিত ফেক আইডি থেকে বলেন, ‘কয়েকদিন বেশ গরম পড়তেছে। কী করবো বুঝে উঠতে পারছিলাম না। এখন একটা সমাধান পাওয়া গেলো। অনেক গরম লাগছে, যাই মেয়র সাহেবকে কিছু পরামর্শ দিয়ে আসি।’

গরমে বুড়িগঙ্গার কালো পানিতে ফেলে দিলে সামান্য সমস্যা হতে পারে বলেও জানিয়েছেন সুশীলরা। সে কারণে ফেলার আগে বুড়িগঙ্গার পানিকে কিছুটা হলেও পরিষ্কার করার অনুরোধ করেছেন কেউ কেউ। এমনই একজন বলেন, ‘কথাটা জানার পরে আজ সকালে বুড়িগঙ্গায় গেছিলাম, একটু গোসলও করছি। পানিতে বেশ গন্ধ। একটু পরিষ্কার করলে আমাদের জন্য ভালো হয়। পরিষ্কার না করলেও যদি কিছু পারফিউম ছিঁটিয়ে দেয়া যায় আরকি।‘

মেয়রের এই কথার পরে লুঙ্গি কেনার হিড়িকও দেখা গেছে সুশীলদের মাঝে। গুলিস্তান থেকে লুঙ্গি কিনতে কিনতে এক সুশীল বলেন, ‘শুনেছি লুঙ্গি কিনে গোসল করতে নাকি বেশ আরাম। সেজন্য ভাবলাম, নদীতে যখন পড়তেই হবে, লুঙ্গি কিনে রাখি।‘

২৫০ পঠিত ... ১৭:২৪, মে ২৪, ২০২৩

Top