হাতির মৃত্যুতে ট্রেনকে কঠোর শাস্তি দেয়ার সিদ্ধান্ত বন বিভাগের

২০১ পঠিত ... ১৭:৫৮, মে ১৮, ২০২৩

Hatir-mrittute

ঢাকার উত্তরায় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা গিয়েছে একটি হাতি। জানা গেছে, রেললাইনের পাশে বাঁধা ছিল দু’টি হাতি। ট্রেনের হুইসেলের শব্দে একটি হাতি ভয় পেতে রেললাইনে উঠে যায়। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে রেললাইনের উপর পড়ে থাকে ২০ মিনিট। এরপর নিচে নামানো হলে ১ ঘণ্টা ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায় হাতিটি।

এমন ঘটনায় অনেকে বন বিভাগকে দায়ী করছেন। হাতি পালার লাইসেন্স দিলেও সেগুলোর রক্ষণাবেক্ষণের দিকে খেয়াল না রাখা, বণ্যপ্রাণী সংরক্ষণে ও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন কেউ কেউ।   

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বন বিভাগ। সম্পূর্ণ অবিশ্বস্ত এক সূত্র থেকে পাওয়া ভূয়া এক খবরে জানা গেছে, হাতির মৃত্যুতে ঘাতক ট্রেনটিকে আটক করা হয়েছে। দেয়া হবে কঠোর শাস্তি।

বন বিভাগের এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, ‘ঘাতক ট্রেনটি এভাবে হাতিকে মেরেছে তাকে আমরা গ্রেফতার করেছি। তাকে কোনো ছাড় দেয়া হবে না। পাশাপাশি রেললাইন, রেললাইনের মাঝে পড়ে থাকা পাথরসহ সবাইকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

এদিকে বন বিভাগের অন্য এক কর্মকর্তা বলেন, ‘অ্যাক্সিডেন্ট হয়েছে রেললাইনের ওপর। মেরেছে ট্রেন। আপনারা ধরবেন রেলমন্ত্রণালয়কে কিন্তু আপনারা এসে বসে আছেন আমাদের কাছে। তবুও মানবতার খাতিরে আমরা ট্রেনটিকে গ্রেফতার করে প্রাথমিক কাজ করে দিয়েছি।‘

২০১ পঠিত ... ১৭:৫৮, মে ১৮, ২০২৩

Top