মূলার দাম বাড়ার কারণেই গ্যাসের দাম বাড়ানোর অনুরোধ: একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকারে তীতাশ গ্যাস

৯৮ পঠিত ... ১৮:৫৬, মে ১৭, ২০২৩

মূলার-দাম

দুই চুলার গ্যাসের দাম ৫১২ টাকা, এক চুলার ৩৯০ টাকা বাড়ানোর অনুরোধ করেছে তীতাশ গ্যাস। হুট করে এভাবে দাম বৃদ্ধির অনুরোধে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে। অনেকে জানতে চেয়েছে কারণ। এদিকে অবিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, মূলার দাম বৃদ্ধির কারণে হুট করে গ্যাসের দাম বাড়াতে হয়েছে তীতাশ গ্যাসকে। তাদের আসলে কিছু করার ছিলো না। ইন্টারনেট বন্ধ করে অনলাইনে নেয়া একান্ত ব্যক্তিগত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তীতাশ গ্যাস।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর অনুরোধ করলে তীতাশ গ্যাস বলেন, ‘আমি গ্যাস আমি কী বলবো! তবে আমার ধারণা, মূলার দাম বাড়ানোর কারণে এমনটা হতে পারে। মূলার দাম বাড়ায় মানুষ মূলা কম খাচ্ছে ফলে গ্যাস উৎপাদন হচ্ছে না। সেকারণেই গ্যাসের দাম বাড়ানোর অনুরোধ।‘

কিন্তু মূলার দাম তো ওভাবে বাড়ে নাই? আমাদের এমন প্রশ্নে তীতাশ গ্যাস বলেন, ‘সেটা তো আমাদের দোষ না। মূলা দাম বাড়ে নাই বলে যে আমরা গ্যাসের দাম বাড়াতে পারবো না এমন তো কোন কথা নেই! তাছাড়া আমরা তো অনুরোধ করেছি, অনুরোধ রাখলে রাখবে না রাখলে নাই। আমরা তো আর জোর করছি না।‘

এটুকু বলেই আড়ালে একটু হেসে আসেন তীতাশ গ্যাস।

তীতাশ গ্যাসের অনুরোধ রাখা হবে কি না? জানতে চাইলে সরকারের এক উচ্চপদস্ত কর্মকর্তা নিজের একটা ফেক আইডি থেকে বলেন, ‘বাসওয়ালারা ভাড়া বাড়ানোর অনুরোধ করে, ব্যবসায়ীরা দাম বাড়ানোর অনুরোধ করে, বিদ্যুৎওয়ালারা দাম বাড়ানোর অনুরোধ করে, এখন গ্যাসওয়ালারা করতেছে। দেশটাকে মনে হচ্ছে অনুরোধের আসর।‘

৯৮ পঠিত ... ১৮:৫৬, মে ১৭, ২০২৩

Top