ইদের ছুটির পর ব্যাংকের মেসেজ দেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর—বলছে গবেষণা

১৮৯ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ২৯, ২০২৩

ইদের-ছুটির

ইদের আমেজ মোটামুটি শেষ, আবার রোজকার জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঝামেলা হচ্ছে, ইদে সকল বেতন বোনাস শেষ করে এখন নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকালেই অসুস্থ বোধ করছেন অনেক মানুষ। তাই সাধারণ মানুষজনকে আপাতত পরবর্তী মাসের বেতন আসার আগ পর্যন্ত ব্যাংকের মেসেজ দেখা নিষেধ করেছেন গবেষকরা। সাম্প্রতিক সময়ের এক ভুয়া গবেষণায় দেখা গিয়েছে, এই সময়ে ব্যাংকের মেসেজ দেখা হার্ট অ্যাটাক, হাই প্রেশার এবং ডায়াবেটিসের মত রোগগুলোর কারণ হতে পারে।  

এমনই এক ভুয়া গবেষক আমাদের বলেন, ‘ব্যাপারটা প্রথমে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা্র মাধ্যমে আবিষ্কার করেছিলাম। ইদের ৩/৪ দিন পরেই নিজের টাকাপয়সার হিসাব জানতে ব্যাংকের মেসেজ চেক করার সাথে সাথেই বুকের বা পাশে হাল্কা ব্যথা অনুভব করি, পরে আমার জুনিয়র রিসার্চ ফেলোকে মেসেজ চেক করতে বললে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এরপর আমরা ঘটনাটি নিয়ে বিস্তর গবেষণা শুরু করি এবং ফলাফল দেখে তো টিনের চাল কাক। আমরা তো রীতিমতো অবাক হয়ে যাই। সাধারণ মানুষদের প্রতি তাই আমাদের আবেদন থাকবে আগামী কয়েকটা দিন সুস্থ থাকতে চাইলে ব্যাংকের মেসেজ দেখা থেকে নিজেকে বিরত রাখুন।‘

গবেষকদের কথায় আমল না দিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যাংকের মেসেজ দেখতে গিয়ে ইতিমধ্যেই বাড্ডার এক ভাই অসুস্থ হয়ে গিয়েছেন বলে আমরা জানতে পারি। কেন এমন কাজ করলেন জানার জন্য ভাইটিকে মেসেজ করা হলে তিনি পরে ভয়ে আমাদের মেসেজও চেক করেননি।

১৮৯ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ২৯, ২০২৩

Top