তৃতীয় অ্যালবাম ফ্লপ খাওয়ার পর প্রিন্টিং ব্যবসায় আর্টসেল

৬৩৭ পঠিত ... ১২:৪৯, এপ্রিল ১০, ২০২৩

তৃতীয়

আপনি যদি এখনও জেনে না থাকেন, তবে জেনে অবাক হবেন যে, আর্টসেল তাদের বহু প্রতীক্ষিত তৃতীয় অ্যালবাম 'অতৃতীয়' রিলিজ দিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ। এ যদি আপনার কাছে ব্র‍্যান্ড নিউ ইনফরমেশন হয়ে থাকে তবে নিশ্চয়ই বুঝতে পারছেন অতৃতীয় ঠিক কতোটা ফ্লপ খেয়েছে! তৃতীয় অ্যালবামের আর্থিক ও মানসিক ক্ষতি থেকে উদ্ধার পেতে আর্টসেল নেমেছে নতুন প্রিন্টিং ব্যবসায়!

 

গান কেন ফ্লপ খেলো জিজ্ঞেস করতেই আর্টসেলের ড্রামার সাজু বলে ওঠেন, 'কোন ইন্টার্নরে দিয়ে যে মার্কেটিং এজেন্সি অ্যালবামের প্রমোশনাল স্ট্র‍্যাটেজি ঠিক করছে কে জানে। অ্যালবাম রিলিজ দিয়া ফেললাম তাও মানুষ দেখা হইলেই জিজ্ঞেস করে, 'ভাই, আর্টসেলের নেক্সট অ্যালবামটা কী আর আসবে না?'

নতুন ব্যবসার ব্যাপারে আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি'কস্টাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, 'এইসব গান গেয়ে কী ভাতের যোগান হয় নাকি! পেটও তো ভরে না। শিল্পীরও তো বাঁচতে হবে ভাই। তাই প্রিন্টিং ব্যবসায় নামলাম। গান রিলিজে যেমনে প্রমোশন করলাম, এবার আর সেসব করবো না। এবার ভালো স্ট্র‍্যাটেজি ফলো করবো। এই যে দেখেন, আপনারা অলরেডি আমাদের নিয়ে নিউজ করছেন।'

আর্টসেলের এই বিপন্ন সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে ভাই ভাই প্রিন্টিং সার্ভিস, উড়াধুরা প্রিন্ট অ্যান্ড ফটোকপি সহ আরো কিছু দোকানের মালিক।  

আর্টসেল তাদের বিশাল ফ্যানবেজকে (২০০০-২০১০ সালের ফ্যান, যারা এখনও ভাবেন আর্টসেল আগের মতোই আছে) আহবান জানিয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে। সবাই অন্তত একটা করে শিট ফটোকপি করলেও কোনোভাবে সংসার চালানো যাবে।

৬৩৭ পঠিত ... ১২:৪৯, এপ্রিল ১০, ২০২৩

Top