২০১৮ সালের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বলায় কবরবাসীদের

২১৫ পঠিত ... ১৮:০২, মার্চ ২২, ২০২৩

২০১৮-সালের

প্রতিবাদ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। কারণ হিসেবে তারা নির্বাচনে জাল ভোট দেয়া, বিরোধীদলের পোলিং এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ভয় দেখানোসহ নানান অভিযোগ এনেছেন।

এদিকে আমেরিকার এমন মতামতে ক্ষোভে ফেটে পড়েছে কবরবাসীরা। ২০১৮ সালের নির্বাচনের গর্বিত এই ভোটার কমিউনিটি আমেরিকার এমন মতামতকে কুটচাল ও ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। এমনই এক কবরবাসী বলেন, ‘এই দেশ আমাদেরকে ভোটাধিকার দিয়েছে। আমেরিকা এমনটা কল্পনা করতে পারবে কোনদিন? নিজেরা পিছিয়ে থেকে আমাদের ভোট নিয়ে সমালোচনা কীভাবে করে?’

আমেরিকার মাঝে হিংসাও দেখছেন বলেও জানিয়েছেন কবরবাসীদের কেউ কেউ। এমনই একজন বলেন, ‘ভোটের সময় ভোট কেন্দ্রে যাই। আত্মীয়স্বজনের লগে দেখা হয়। একটু ভালো থাকি। সবসময়ই আমরা ভোটের অপেক্ষায় থাকি। কখন ভোট আসবে, কখন ভট দিতে যাবো। আমাদের এই আনন্দ ওই আমেরিকায় ভালো লাগেনি। ওদের হিংসা হচ্ছে। সেজন্যই ওরা আমাদের নির্বাচন নিয়ে এমন বাজে মন্তব্য করতে পেরেছে।‘

২১৫ পঠিত ... ১৮:০২, মার্চ ২২, ২০২৩

Top