মৃত ভোটারদেরকে হিসাবে না ধরায় কবরবাসীদের বিক্ষোভ

১৫৫ পঠিত ... ১৫:৪৫, মার্চ ০২, ২০২৩

মৃত-ভোটারদেরকে-হিসাবে-না-ধরায়-কবরবাসীদের-বিক্ষোভ

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতে সবচেয়ে বেশি অবদান রাখা মৃত ভোটারদেরকে হিসাবে না রাখায়, বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশ কবরবাসী ভোটার সমিতির সদস্যরা। সম্প্রতি দেশের মোট ভোটারের সংখ্যা এবং তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আর তাতে নিজেদের নাম দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবার ভোট দিতে আসা কবরে থাকা মৃত ভোটাররা।  

 

রাগে ফুসতে থাকা এমনই এক ভোটারের সাথে টেলিপ্যাথির মাধ্যমে আমাদের প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন, ‘মানুষ এত বেঈমান হয় কী করে? প্রতিবার ভোটের সময় গিয়ে ভোট দিয়ে আসি, আমাদের ভোট না হলে এত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতো? এত গুরুত্বপূর্ণ ভোটার আমরা, আমাদের নাম তো তালিকায় সবার উপরে থাকার কথা! অথচ লিস্ট খুলে দেখি আমাদের নামই নাই। দ্রুত আমাদের নাম তালিকায় যুক্ত করার আহ্বান জানাচ্ছি নাহলে এরপর রাতের ভোটে কিন্তু আমাদের আর পাবেন না বলে রাখলাম।’

 

আরেক ভোটার আমাদের সাথে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমরা হচ্ছি হিডেন ট্রেজার আর আমাদেরকেই গোণায় ধরলো না। এরপর থেকে বাংলাদেশের ভোটের কাজকারবারে আমরা আর নাই, লাগলে আমেরিকা গিয়ে ট্রাম্প ব্রো কে ভোট দিয়ে আসবো।’

১৫৫ পঠিত ... ১৫:৪৫, মার্চ ০২, ২০২৩

Top