সৌদির সাথে মিল রেখে ২৮ ফেব্রুয়ারি জন্মদিন পালন করতে চান ২৯ ফেব্রুয়ারিতে জন্ম নেয়া মানব-মানবীরা

১৪৭ পঠিত ... ১৭:২৪, মার্চ ০১, ২০২৩

সৌদির-সাথে-মিল-রেখে-২৮-ফেব্রুয়ারি-জন্মদিন-পালন-করতে-চান-২৯-ফেব্রুয়ারিতে-জন্ম-নেয়া-মানব-মানবীরা

ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ আসে টানা চারবছর পর। চারবছর পর জন্মদিন পালন করা তো দূর অনেকে জন্মদিনের কথা ভুলেই যায়, এমনকি পরিবার, আত্মীয়-স্বজনরাও মনে রাখতে পারে না এই সদস্যের জন্মদিনের কথা। এই সমস্যা সমাধানেই এই পদক্ষেপ নিচ্ছেন মানব-মানবীরা। সৌদির সাথে মিল রেখে ২৮ ফেব্রুয়ারি পালন হবে জন্মদিন।

এ বিষয়ে আব্দুল্লাহ নামের এক ভাই জানালেন, ‘আমরা মুসলিম কান্ট্রি ভাই, আমরা সৌদি আরবকে ফলো না করলে কাকে করবো বলেন? আমাদের তো শুধুমাত্র সৌদিকেই ফলো করা উচিৎ। এভাবে ৪ বছর পরে জন্মদিন আসে আমার, বাকি বন্ধুদের জন্মদিন পালন করতে দেখলে দুঃখই লাগে। মাঝেমধ্যে ভুলেই যাই আমার জীবনে জন্মদিন বলতেও কিছু আছে।

এমন সময় চাঁদপুরের এক ভাই বলে উঠলেন, ‘আমরা চাঁদপুরবাসীতো সবকিছুতেই সৌদিকে মেনে আসছি। আমাদের ইদ থেকে শুরু করে সবকিছু হয় সৌদি আরবের নিয়মে তাহলে জন্মদিন বাদ যাবে কেন? সৌদির আকাশে তো ২৮ তারিখেই ২৯ তারিখের চাঁদ দেখা যায়। তাহলে আমরা কেন আমাদের জন্মদিন পালন করবো না? অবশ্যই করবো।‘

এমন সময় এক দল মানবী খুশিতে চিৎকার দিয়ে উঠলেন। এই মানবীদের প্রত্যেকের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। বছর বছর জন্মদিন না আসায় তারা নিজেদের বিরহের সাগরে ডুবিয়ে রেখেছিলেন, যা থেকে এবার নিস্তার পেলেন।

১৪৭ পঠিত ... ১৭:২৪, মার্চ ০১, ২০২৩

Top