গ্যাস বাঁচাতে একই পাতিলে গরুর মাংস ও সেমাই রান্না করছেন গৃহিণীরা

১৫৮ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২৮, ২০২৩

বাড়ছে গ্যাসের দাম। বেলায় বেলায় রান্না করা মেনে নিতে পারছেন না গৃহিণীরা। তবে থেমেও যান নি তারা, এই দাম বাড়তির সময়ই ভেবে নিয়েছেন এক অভিনব পদ্ধতি। একই পাতিলে রান্না করছেন গরুর মাংস ও সেমাই। ‘বুদ্ধি থাকলে উপায় হয়’ কথাটাকে আবারও সত্যি করে দিলেন আমাদের গৃহিণী সমাজ। রাজধানীর বেশ কিছু ফ্ল্যাটের রান্নাঘরে গিয়ে এমন ঘটনার সত্যতা অনিশ্চিত করেছে eআরকি।  

রাজধানীর এক রান্নাঘর থেকে এক গৃহিনী গতমাসের গ্যাসের বিল দেখিয়ে বলেন, ‘গতমাসে গ্যাসের বিল দিয়েই ফতুর হয়ে গেছি। এই মাসে আর ফতুর হতে পারবো না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। এখন গরুর মাংস আর সেমাই একসাথে রান্না করতেছি বিকেলে চা আর পাকোড়া এক পাতিলে রান্না করবো।‘

গৃহিণীদের এমন অভিনব পদ্ধতিতে বেশ খুশি হয়েছেন রাজনৈতিক নেতারা। তারা বলেন, ‘প্রতিক্রিয়াশীলদের কাজই হচ্ছে সমালোচনা করা। দেশপ্রেমিকরা এভাবে বিকল্প বের করে আনে। যারা বলেন বিকল্প দেখান, তারা বিকল্প দেখে নিন।‘

গৃহিণীদের এমন বিকল্প আবিষ্কারের পর বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন সরকার। একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, টেলিভিশনের এভাবে একই পাতিলের দুই ধরণের রান্না করে গ্যাস বাঁচানোর বেশ কিছু রেসিপিও প্রচার করা হবে। সে লক্ষ্যে একদল আমরা ইতোমধ্যে ইউরোপের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন।

১৫৮ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২৮, ২০২৩

Top