শূন্য আবিষ্কারের ক্রেডিট সৌম্যকে দিয়ে দিতে চান আর্যভট্ট

৪৬৫ পঠিত ... ১৭:০৭, জুন ০৮, ২০২৪

28 (11)

ক্রিজে বাংলাদেশের দুই বাঁ-হাতি ওপেনার, সে কারণে পার্টটাইমার ধনাঞ্জয়া ডি সিলভাকে দিয়ে আক্রমণ শুরু লঙ্কানদের। তাকে প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। তবে তিনি ধীরস্থির থাকতে পারলেন না। মিড অনে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে বসেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে।

আর এভাবেই ক্রিকেটের খাতার এক অসাধারণ রেকর্ডে নিজের নাম লেখালেন সৌম্য সরকার। যে রেকর্ড আমাদেরকে মনে করিয়ে দেয় শত বছর আগের আর্যভট্টের কথা। কেউ কেউ সৌম্যকে আজ থেকে শূন্য সরকার বলেও ডাকবে বলে জানাচ্ছেন ফেসবুক স্টেটাসে।

সৌম্য সরকার কিংবা শূন্য সরকার যাই বলে ডাকি না কেন তিনি যে শুধু টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ শূন্যের মালিক এমন না, তিনি একই সাথে বাংলাদেশিদের মধ্যে টিটোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারে সর্বোচ্চ ডাকের রাজা।

শূন্যের প্রতি সৌম্যের এমন ভালোবাসা দেখে শূন্যের আবিষ্কারক আর্যভট্ট দিয়েছেন অসাধারণ এক ঘোষণা। শূন্য আবিষ্কারের পুরো ক্রেডিট তিনি সৌম্য সরকারকে দিয়ে দিতে চান। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আর্যভট্ট বলেন, শূন্য আমি আবিষ্কার করলেও এই শূন্যকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে সৌম্য। সৌম্যের চেয়ে বেশি এর আগে কেবল আফ্রিদি নামের পাকিস্তানিই শূন্যকে এতটা ভালোবেসে। এই ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি ঠিক করেছি সৌম্যকে শূন্য আবিষ্কারের ক্রেডিট দিয়ে দিবো। 

সৌম্য সরকার যতগুলো ডাক মেরেছেন সবগুলো একত্রে রোস্ট করে হয়ত রাতের পার্টিতে খেতে পারবেন না, কিন্তু ইতোমধ্যে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় রোস্টেড হচ্ছেন।

সৌম্য সরকারের কাছে ব্যক্তিগত ভাবে এমন রেকর্ডের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন তিনি রেকর্ডের জন্য খেলেন না, রেকর্ডের জন্য খেললে এত গুলা ম্যাচ খেলার পর আজ এই রেকর্ড করতেন না। অভিষেক ম্যাচেই প্রথম ডাক মেরে বসতেন।  

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে ক্লাস ওয়ানের গণিত বইতে কিছু পরিবর্তন আনবেন তারা। গননা পদ্ধতি শুরু হবে সৌম্যকে দিয়ে। সৌম্য, এক,  দুই, ......  দশ.. এভাবে গোনা শেখানো হবে শিশুদের যেন তারা শূন্যের অবদানের জন্য সৌম্যের নাম আজীবন ধরে মনে রাখতে পারে।

অন্যদিকে এতদিন টিটোয়েন্টিতে ডাকের একচ্ছত্র রাজা আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং সৌম্যকে নিয়ে টুইট করে তার ‘টপ ডাক’ ক্লাবের প্রেসিডেন্ট হবার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। অনেক দিন ধরে ডাক ক্লাবে নতুন মেম্বার আসছিলো না, আজকে সৌম্য আসায় তিনি বেশ আনন্দিত হয়েছেন সাথে আশা করছেন সৌম্য যেন তাকে ছাড়িয়ে আরও দূর বহুদূর নিজেকে নিয়ে যেতে পারেন।

৪৬৫ পঠিত ... ১৭:০৭, জুন ০৮, ২০২৪

Top