কালো টাকা সাদা করার সুযোগের পর ঘটা কিছু অদ্ভুত ঘটনা

২২৫ পঠিত ... ১৭:৩৪, জুন ০৬, ২০২৪

29 (10)

এইবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। বৈধ আয়ে সর্বোচ্চ ৩০% ও, কালো টাকা সাদা করলে কর ১৫%।  এমন খবর ছড়িয়ে পরার পর দেশ ব্যাপি কিছু অদ্ভুত বিড়ম্বনার ঘটনা ঘটেছে। 

হাজারিবাগের কুদ্দুস মিয়ার গত কয়েক বছরে জমানো বেশ কিছু টাকা আলকাতরা দিয়ে কালো করে বিপদে পড়েছেন। নিজের কষ্টের টাকার ৩০ ভাগ নাকি দিয়ে দিতে হবে এই ভেবে তিনি টাকা কালো করার সিদ্ধান্ত নেন। এরপর আশেপাশে জানাজানি হয়ে যায় পুরো বিষয়টা। ব্যাংকে যোগাযোগ করলে তারা জানায় এই টাকা সাদা করার কোনো সুযোগ ই নেই। তিনি বেশ মনঃক্ষুন্ন হয়েছেন পুরো বিষয়টায়।

তাকে স্বান্ত্বনা দিতে পাশের রাস্টার দোকানকার করিম মিয়া বেশ গর্ব নিয়ে বলেন যে তিনি আগে থেকেই জানতেন এসব। টাকা ব্যবহার করতে করতে কালো ময়লা হয়ে যায়। এগুলা আরো বেশিদিন টেকানোর জন্য বাজেটে এসব বলা হইসে। এজন্য তিনি তার সব টাকা অনেক আগেই ধুয়ে রেখেছেন, আর তার বউ এর শুচিবায়ু রোগ আছে। নিজে চাইলেও বউ গোপনেই টাকা ধুয়ে রাখেন।  

অন্যদিকে নিজের কালো নাতনী নিয়ে দুশ্চিন্তায় আছেন শরিফার নানী। নাতনীকে সাদা করার জন্য বাজেটে কিছু পাস হয়েছে কিনা জানার জন্য গ্রামের চায়ের দোকানে ভীড়ের মধ্যে প্রশ্ন করেন তিনি।

তোমার নাতীনের সাদা করার কোনো কিছু নিয়া কথা হয় না এইখানে, দেশের অনেক টাকা ওয়ালা মানুষের টাকায় কোনো কিছু আক্রকম করে কালো বানায় দিতেসে। এসব তো খোঁজ রাখো না তুমি। ঐ কালো টাকা গুলা সাদা করার জন্য সরকার এইবার বাজেট পাস করছে। নষ্ট টাকা তো বাইরে রাখা যায় না।

এতসব মজার মধ্যেও কিছু সিরিয়াস ঘটনা ঘটেছে। অভিজাত পাড়ার বাসা গুলোতে বেশ খুশির বন্যা বইছে। এতদিন তারা  কালোটাকা সব বিদেশে পাঠিয়ে দিতে হবে বলে কষ্ট পেতেন, খাওয়া দাওয়া ঠিক মত হতো না বলে টেনশন, স্ট্রেস, ব্লাড প্রেশারের মত রোগে শোকে ভুগতেন। বাজেট পাস হলে আর এসব নিয়ে টেনশন নেই। নিজের সব টাকা নিজের কাছে রাখার মত শান্তির বিষয় আর কী-ই বা আছে।

২২৫ পঠিত ... ১৭:৩৪, জুন ০৬, ২০২৪

Top