নাভিদ'স কমেডি ক্লাবে শো করতে চান তাহেরী

৩২৫ পঠিত ... ১৬:৩৩, জুন ০৫, ২০২৪

6 (9)

দেশের সেরা কমেডি ক্লাবের মধ্যে একটি হলো নাভিদ'স কমেডি ক্লাব। এখান থেকেই জন্ম হয় আন্তজার্তিক মানের সেরা কমেডিয়ানদের। কথিত আছে, এই কমেডি ক্লাবের বারান্দা দিয়ে হেঁটে গেলেও তার মুখ দিয়ে বিশ্বমানের জোক বের হয়।

এদিকে দেশের আলোচিত সমালোচিত কমেডিয়ান (এবং ইসলামিক বক্তা) গিয়াস উদ্দিন তাহেরীও একজন সুপরিচিত বক্তা। তার 'পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? ঢেলে দেই? বসেন বসেন’ইত্যাদি লাইনগুলো ভাইরাল হয়েছে বিভিন্ন সময়ে। দেশের মানুষ ইসলামিক আলোচনার চেয়ে তার কমেডির প্রতিই বেশি আগ্রহী—বলছে পরিসংখ্যান। এসব কারণেই এক অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, বিশাল আয়োজনের মাধ্যমে এবার কমেডি ওয়ার্ল্ডে পা দিতে যাচ্ছেন তাহেরী।

তিনি বলেন, ‘অনেকদিন ধইরা ভাবতেছিলাম নতুন কিছু করব। অবশ্য কমেডি আমার জন্য নতুন কিছু না। যা-ই বলি, মানুষ হাসে। কমেডি থাকতে হয় রক্তে। আপনাদের কমেডির নামে মুখস্থ করা জোক বলা দিয়ে বেশিদিন চলতে পারবেন না। বরং আমাকে কয়েকটা শো দেন। হাউজ ফুল থাকবে। জোর করে হাসার জন্য লোক ভাড়াও করা লাগবে না...’

এ ব্যাপারে নাভিদ মাহবুব, আশিক চৌধুরী, আমিন হান্নান প্রথমে অফেন্ডেড হলেও ব্যবসায়িকভাবে তারা ব্যাপারটি চিন্তা করে দেখবেন বলে জানা গেছে।

৩২৫ পঠিত ... ১৬:৩৩, জুন ০৫, ২০২৪

Top