সাংসদ অনোয়ারুল আজীম আনার এর হত্যামামলা সমাধান করার জন্য দেশ দেশান্তরে ঘুরছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ। কখনও নেপাল, কখনও কলকাতা চষে বেড়াচ্ছেন তিনি। দেখে মনে হচ্ছে, আনারের হত্যা মামলা সমাধান করেই ছাড়বেন তিনি।
ডিবি হারুনের এমন কর্মপরায়ণতা দেখে মুগ্ধ স্বয়ং ফেলুদা। হারুনকে বাংলাদেশের ফেলুদা উপাধী দেন তিনি। পাশাপাশি অনুরোধ করেন, সাগর-রুনি হত্যা মামলার দায়িত্বও যেন ডিবি হারুনকে দেয়া হয়। একটি ভূয়া তথ্যসূত্র মারফত এমনটাই জানান তিনি।
এক ভূয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ডিবি হারুনই বাংলাদেশের ফেলুদা। আনার হত্যা মামলা সলভ করার জন্য দেশে দেশে ঘুরছেন, রাত-দিন এক করে পরিশ্রম করছেন। আমি চাই বাংলাদেশের ফেলুদাখ্যাত ডিবি হারুনকে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হোক। বিদেশে গিয়ে হত্যা মামলা সমাধান করে ফেলছেন তিনি। দেশের এই হত্যামামলা তো তার কাছে ডালভাতের মত ব্যাপার।
হারুন সাহেব ফেলুদার এমন বক্তব্যে কিছুটা লজ্জা পেয়েছেন। ফেক আইডি থেকে তিনি বলেন, তিনি আমাকে বেশি বড় করে দেখছেন। আমি ডাল-ভাত খাওয়া ছাপোষা গোয়েন্দা। আমি শুধু মাত্র আমার ডিউটি করছি, এর চেয়ে বেশি কিছু না। দেশের প্রতি এটা তো আমার দায়িত্ব।
এছাড়া সাগর-রুনি মামলা নিয়ে তিনি অনেক আশাবাদী। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, যার হয় না নয়ে, তার হবে না নব্বই কিংবা একশতে। আগে যাদের উপর দায়িত্ব ছিলো তাদের দিয়ে যে হবে না আমি আগে থেকেও জানতাম। আমাকে যদি তদন্তের দায়িত্ব দেয়া হয় তাহলে এটাই হবে তাদের নিয়ে শেষ তদন্ত।