ব্যবসার পরিস্থিতি গান দিয়ে আলোচনায় আসা পরবর্তীতে কোক স্টুডিওর মা লো মা গানের মাধ্যমে দেশবাসীকে মাতিয়ে এবার নিজের নতুন গান ‘ধরি মাছ না ছুঁই পানি’ নিয়ে আসছেন র্যাপার আলী হাসান। মেটাল-হিপহপের মিশ্রণে তৈরি করা এই গানটিতে মূলত হারাম হালাল নিয়ে বিস্তারিত জ্ঞান দেবেন বলে জানা যায়। এক কাল্পনিক সাক্ষাৎকারে গানটির কিছু অংশ আমাদের গেয়েও শোনান তিনি। নিচে এর কিছু লিরিক দেওয়া হলো।
আপনে কী দেখতাছেন ভাই আমার ট্যাকায় লিক আছে
আমি তো দেখতেছি ভাই আমার ট্যাকা ঠিক আছে
ট্যাকা কামানোর পথে নাই নাই ভি দিক আছে
চালাকম্যান হইতে পারলে ধর্মেও জিরাফ আছে
ট্যাকা তো আইতাছে, কে দিলো বুঝতে হইব
ট্যাকা কামাইতে হইব, হারাম হইলেও লইতে হইব
জীবনের অটো লইয়া হালাল খানা খাইতে হইব
বাড়িঘর সবারই এক হারাম ট্যাকায় তুলতে হইব
হারাম ট্যাকার খানা আমি দিব না অঙ্গে
হারাম ট্যাকায় বাড়ি বানান খারাপ না এই বঙ্গে
দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে
গানবাজনা ভালা না খালি করি ট্যাকার রঙ্গে
ধরি মাছ না ছুঁই পানি
হারাম হালাল ভালোই জানি
একটু চালাক না হলে কী চলে?