ওয়াসার পানির দাম বাড়ায় দুধের দাম বাড়াচ্ছেন গোয়ালারা

৫১৫ পঠিত ... ১৪:৫৭, মে ২৯, ২০২৪

9 (4)

পানির দাম ১০% বাড়িয়েছে ঢাকা ওয়াসা। এই খবর শোনার পরপরই হুট করে দুধের দাম বাড়াতে শুরু করেছেন ঢাকার গোয়ালারা। অবিশ্বস্ত এক সূত্রের বরাতে আমরা জানতে পারি, খাঁটি দুধের সাপ্লাই স্বাভাবিক রাখতেই নাকি বাড়ছে দুধের দাম। তাসকিম ডেইরি নামক এক ডেইরি মালিক আমাদের বলেন, দুধে তো পানি থাকেই, আপনারা সবকিছুকে এত অস্বাভাবিকভাবে দেখেন কেন? পানির দাম বাড়লে দুধের দাম বাড়তেই পারে। আর মূল্যস্ফীতির সাথে সমন্বয় বজায় রাখতেই আমাদের দুধের দাম বাড়াতে হচ্ছে। ঠিক একই কারণে বেড়েছে পানির দাম।

অন্যদিকে হুট করে দুধের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত নিয়মিত দুধ খাওয়া মানুষজনের। গুলশানের মতি ভাই নামের এক ভাইয়ের স্ত্রী আক্ষেপ করে এক টুইটে বলেন, ওয়াসার দাম বাড়ায় গোয়ালা ক্যান দুধের দাম বাড়াইলো কিছুই তো বুঝলাম না!

হুট করে দুধের এমন দাম বেড়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন নিয়মিত শ্যুটিং প্র্যাকটিস করা লোকজনও। এমনও একজন আমাদের বলেন, দুধ চা খাওয়ার পর গুলি করার ইচ্ছা অনেক বেড়ে যায়, তখন প্র্যাকটিসও ভালো হয়। কিন্তু এভাবে দুধের দাম বাড়িয়ে ফেললে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ওয়াসার কাছে অনুরোধ থাকবে, আমাদের দিকে চেয়ে হলেও পানির দাম কমিয়ে ফেলুন।

তবে ঢাকার অদূরের ওয়াশপুর নামক এক গ্রামে নাকি এখনও আগের দামেই পাওয়া যাচ্ছে দুধ। উচ্চমূল্যের এই বাজারে এখনও কমদামে কীভাবে বিক্রি করছেন জানতে চাইলে সেখানকার স্থানীয় এক গোয়ালা বলেন, এখানে ওয়াসার লাইনের পানি নাই, নদীর পানিই আমাদের ভরসা। তবে পানির দামের সাথে দুধের দামের সংযোগ সম্পর্কে জানতে চাইলে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি উলটো আমাদের প্রতিবেদককে এক লিটার দুধ ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন।

৫১৫ পঠিত ... ১৪:৫৭, মে ২৯, ২০২৪

Top