এখন আপনারা আমাদের কেন চেনেন না? প্রশ্ন বেনজির, আজিজ ও শিমুলের  

৬২১ পঠিত ... ১৭:১৬, মে ২৮, ২০২৪

10 (5)

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এই সময়ে নিজের ক্ষমতা ব্যবহার করে তার অপরাধি দুই ভাইকে রাষ্ট্রীয় অনেক সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। অন্যদিকে সাবেক ডিআইজি বেনজির আহমেদও দায়িত্বে ছিলেন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত। তার বিরুদ্ধে এই সময়ে হাজার কোটি টাকা দুর্নীতি অভিযোগ রয়েছে।

পদ থেকে সরে দাঁড়ানোর পর যখন এই দুইজনের দুর্নীতির খবর মানুষের নজরে আসে তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। দুর্নীতির খবর ফাঁস হওয়ার পর থেকেই নাকি এদেরকে আর চিনছে না বাংলাদেশ সরকার। অথচ দুইজনের দায়িত্বের সময়ই সরকারে ছিল বাংলাদেশ আওয়ামীলীগ।

এ নিয়ে নানান অসন্তোষ আছে এই দুইজনসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের মধ্যে। সম্প্রতি এই দলে যোগ হয়েছেন আনিসুর রহমান শিমুল নামের এক অতিরিক্ত ডিআইজি। এখনও পদ না ছাড়লেও তার বিরুদ্ধে আছে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নিজের ফেক আইডি থেকে বেনজির আহমেদ বলেন, কত কাজ করেছি এই সরকার আর এই দেশের জন্য। তখন আমাদের সাথে সম্পর্কও কত ভালো ছিল। একসাথে কত আড্ডা, কত স্মৃতি, কত স্বপ্ন ছিল আমাদের। দেশকে আমুল পরিবর্তন করে দেয়ার কত পরিকল্পনা করেছি। অথচ আজ যখন আমাদের খারাপ সময় আসলো, তারা কেউ আর আমাদেরকে চিনছে না। আমরা তো প্লাস্টিক সার্জারি করিনি, তাহলে আমাদের কেন আপনারা এখন আর চেনেন না?

একই আক্ষেপের কথা জানিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, আজও মনে পড়ে সেসব দিনের কথা। আমি ছিলাম অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের অন্যতম ম্যান। আল জাজিরায় দেখছেন না আপনারা? কত কাছের ছিলাম সরকারের, কত পরিচিত ছিলাম। অথচ আজ দেখেন, তারা আমাকে পরিচয়ই দিচ্ছে না। যেন আমাকে তারা ত্যাজ্য করে দিয়েছে! তাহলে কার জন্য করলাম এত কিছু! আসলে মানুষ ঠিকই বলে, সুসময়ে হায় বন্ধু কত হয়, অসময়ে কেউ কারও নয়।

কথা বলার এক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হুহু করে কেঁদে দেন আজিজ। পাশ থেকে রেশমি রুমাল দিয়ে আজিজের চোখের পানি মুছে দেন শত শত কোটি টাকার দুর্নীতির অভিযুক্ত আনিসুর রহমান শিমুল। চোখ মুছতে মুছতেই তিনি বলেন, এখন আমার খারাপ সময় এসেছে, এখন তো আমাকেও চিনবে না।

বলেই তিনি আজিজকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন।

৬২১ পঠিত ... ১৭:১৬, মে ২৮, ২০২৪

Top