বেনজিরের জন্য সান্ত্বনামূলক চিঠি ও টি-বোন স্টেক পাঠালেন ড. মুরাদ হাসান

২৫৭ পঠিত ... ১৭:৩২, মে ২৫, ২০২৪

26 (7)

সাবেক আইজিপি বেনজিরের এই দুঃসময়ে কেউ তার পাশে নাই। আদালত তার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। অথচ এই দেশের জন্য, এই সরকারের জন্য একসময় নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেছেন তিনি।

তবে কাউকে পাশে না পেলেও বেনজির পাশে পাচ্ছেন আরেক সাবেক প্রতিমন্ত্রী মুরাদ। জানা গেছে, এমন দুঃসময়ে বেনজির উদ্দেশ্যে একটি সান্ত্বনামূলক চিঠিও পাঠিয়েছেন তিনি। চিঠির সাথে পাঠিয়েছেন একটি টি-বোন স্টেক। 

চিঠিতে বেনজিরকে শান্ত থাকার পরামর্শ দিয়ে মুরাদ বলেন, বেশি চিন্তা করবেন না। প্রেশার বেড়ে গেলে বিপদ। এখন আপনি পদেও নাই, টাকাও নাই, শরীর খারাপ করলে চিকিৎসা কোথায় করাবেন? একবার ভেবে দেখেছেন? সেজন্য শান্ত থাকাই ভালো।  

চিঠিতে মুরাদ আরও লেখেন, পৃথিবী আপনাকে নিচে নামাতে চাইবে, কিন্তু আপনি নিচে নামবেন না। কঠিন সময় তো আমারও এসেছে। আমার মন্ত্রীত্ব গিয়েছে, পদ-পদবি গিয়েছে, সম্মান গিয়েছে। তবুও তো আমি টিকে আছি! এই পৃথিবীর বুকে যদি ড. মুরাদরা টিকে থাকতে পারে, তবে টিকে থাকতে পারবে বেনজিরও। চিন্তা করবেন না ভাই, আপনা টাইম আয়েগা।

টি-বোন স্টেকের বিষয়েও মুরাদ লেখেন, আপনার জন্য একটা টি-বোন স্টেক পাঠালাম। সোনারগাঁ থেকে। মন বেশি খারাপ হলে টি-বোন স্টেক খাবেন। এখন তো আর আগের মত এসব দামি খাবার খেতে পারবেন না।

২৫৭ পঠিত ... ১৭:৩২, মে ২৫, ২০২৪

Top