রাফসানের বাবাকে ঋণখেলাপি আর্ট স্কুলে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বাংলাদেশি রাঘববোয়ালদের 

১০৪ পঠিত ... ১৬:৩০, মে ১৪, ২০২৪

15 (12)

দুই তিন কোটি টাকার ঋণখেলাপ করে সে খবর চাউর হয়ে যাওয়ায় ইউটিউবার রাফসান দ্য ছোটভাইয়ের বাবার উপর বেশ ক্ষিপ্ত বাংলার আপামর ঋণখেলাপি সমাজ। এ খবর ছড়িয়ে যাওয়ার দিনটিকে ঋণখেলাপি শিল্পের একটি কালো দিন হিসেবেও আখ্যায়িত করেছেন তাদের কেউ কেউ।  

হাজার কোটি টাকা ঋণ নিয়ে বর্তমানে বেগমপাড়ায় বসবাস করছেন এমন এক ঋণখেলাপি শিল্পী আমাদের বলেন, বাংলাদেশ ঋণখেলাপি শিল্পের আঁতুড়ঘর। কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দিয়েও এদেশে মানুষজন দিব্যি জীবন কাটাচ্ছেন। সেখানে কোনো ইউটিউবারের বাবা মাত্র দুই এক  কোটি ঋণখেলাপির খবর গোপন রাখতে পারলেন না। ঋণখেলাপি শিল্পীদের দেশে এমন দুই এক কোটির জন্য ধরা খাওয়াটা মেনে নেওয়া যায় না। উনার প্রতি আহ্বান থাকবে উনি যাতে ঋণখেলাপি আর্ট স্কুলে প্রশিক্ষণ নিতে ভর্তি হন দরকার হলে সেখানে ভর্তি হওয়ার জন্য আমরা ঋণের ব্যবস্থাও করে দেব। তবু আমাদের নাম এভাবে ডোবাবেন না প্লিজ, দোহাই লাগে।

অন্যদিকে রাফসানের বাবাকে ঋণখেলাপি আর্ট স্কুলের বেগমপাড়ার শাখা থেকে স্কলারশিপ অফার করা হয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা সুফি দরবেশ গেলমান জেড হাসান আমাদের বলেন, দুর্বল ছাত্রদের সবসময়ই আমরা আলাদা যত্নের সাথে প্রশিক্ষণ দেই। উনি যদি আমাদের স্কুলে ভর্তি হন, আশা করি ভবিষ্যতে অনায়াসেই হাজার কোটি টাকা ঋণের খেলাপ করতে পারবেন।

১০৪ পঠিত ... ১৬:৩০, মে ১৪, ২০২৪

Top